Lakshman Ghorui: রাজ্যের ২ মন্ত্রীর বাড়িতে ইডি পাঠানোর হুমকির অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

লোকসভা নির্বাচনের মুখে এবার রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে ইডি পাঠানোর হুমকি দিলেন দুর্গাপুরের বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তৃণমূলের অভিযোগ, একটি প্রকাশ্য সভা থেকে লক্ষ্মণ ঘোড়ুই রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়িতে ইডি, সিবিআই পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে। বিজেপি বিধায়কের এমন হুমকি প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। তাদের বক্তব্য,  ইডি, সিবিআই যে বিজেপির কথামতো কাজ করছে তার প্রমাণ আরও একবার পাওয়া গেল।

আর পড়ুনঃ দুর্গাপুরে নিখোঁজের পোস্টার পড়ল বিজেপি বিধায়ক–সাংসদের, বিপদে মানুষের পাশে নেই অভিযোগ

জানা গিয়েছে, লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে সোমবার দুর্গাপুরে একটি মিছিল বের করে বিজেপি। শহরের সগড়ভাঙ্গায় একটি বেসরকারি কারখানায় বহিরাগদের নিয়োগের প্রতিবাদে এদিন মিছিল করা হয়। মিছিলে স্থানীয়দের নিয়োগের দাবি তোলেন বিজেপি বিধায়ক। লক্ষ্মণ ঘোড়ুই ছাড়াও এদিনের মিছিলে উপস্থিত ছিলেন, বিজেপির বর্ধমান সদর সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তাঁ, সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। একটি বেসরকারি কলেজের কাছ থেকে মিছিলটি শুরু হয়, পরে তা শেষ হয় ওই বেসরকারি কারখানার কাছে। 

সেখানে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখালে পুলিশ পৌঁছয়। ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। পরে পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ বাহিনী পৌঁছয়। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেখানে সভা করেন লক্ষ্মণ ঘোড়ুই।

সভা থেকে মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার সহ অন্যান্য তৃণমূল নেতাদের আক্রমণ করেন। তিনি অভিযোগ তোলেন, ওই কারখানায় আইএনটিটিইউসি নেতা শেখ রমজান মলয় ঘটকের সাহায্য নিয়ে রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের ঢোকাচ্ছেন। আরও অভিযোগ, মন্ত্রী প্রদীপ মজুমদার বহিরাগতদের ওই কারখানায় নিয়োগ করছেন। একইসঙ্গে রমজানের বিরুদ্ধে গরু, কয়লা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। এরপররেই তিনি তৃণমূল নেতার বাড়িতে ইডি পাঠানোর হুমকি দেন। 

এরপরেই সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে দুই মন্ত্রীর বাড়িতে ইডি পাঠানোর হুমকি দিয়েছেন বিজেপি বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ জানিয়েছে তৃণমূল লিখেছে, ‘ইডি-সিবিআই সহ একাধিক কেন্দ্রীয় সংস্থাগুলিকে যে বিজেপি পুরোপুরি নিজেদের বশবর্তী করে ফেলেছে, তার প্রমাণ পাওয়া গেল আরেকবার।’ 

লক্ষ্মণ ঘোড়ুইকে তৃণমূলের পালটা আক্রমণ, ‘কারখানায় নিয়োগ নিয়ে তোপ দাগলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই। রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারের বাড়িতে সরাসরি ইডি পাঠানোর হুমকি দিয়েছেন তিনি। বিজেপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই নিজেদের পোষা পেশি শক্তিকে ব্যবহার করে এই রকমের ঔদ্ধত্য আর জমিদারি মনোভাব দেখাচ্ছে।’ এবিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।