Viral Video: দিল্লির অলিগলিতে ছড়িয়ে ৫০০ টাকার নোট! খুঁজে পেলেই বাজিমাত, তুমুল ভাইরাল ভিডিয়ো

প্রকাশ্যে করুন গুপ্তধনের সন্ধান। একটু জানাশোনা থাকলেই টাকা আপনার হাতের মুঠোয়। লোকেশন চিনে খুঁজে ফেলতে হবে ৫০০ টাকার নোট। দিল্লির বাসিন্দাদের সামনে দারুণ সুযোগ। একবার এই টাকা খুঁজে পেলেই সেটি হয়ে যাবে একান্তই আপনার। ট্রেজার হান্ট দিল্লি নামে একটি ইনস্টাগ্রাম পেজ রাজধানীর বাসিন্দাদের জন্য এই অস্বাভাবিক চ্যালেঞ্জটি নিয়ে হাজির হয়েছে। শহর জুড়ে এলোমেলো জায়গায় টাকা লুকিয়ে রেখে দর্শকদের এটি খুঁজে পেতে চ্যালেঞ্জ করে এই পেজ। বায়োতেও লেখা তাই, ‘সারা দিল্লিতে প্রকৃত গুপ্তধনের সন্ধান করে’।

পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়োটি। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে এক ব্যক্তির হাতে রয়েছে ৫০০ টাকার নোট। ভিডিয়োর স্ক্রিনে ভাসছে একটি লেখা। যেখানে চ্যালেঞ্জ জানিয়ে লেখা রয়েছে যে, ‘স্থান খুঁজুন এবং টাকা জিতুন’। এরপর ব্যক্তিটি একটি ছোট দেওয়ালের গর্তের মধ্যে ভাঁজ করা নোটটি রাখেন। ক্লিপটি তারপর ওই এলাকার আভাস দিতে শুরু করে। যদিও এই লুকোনো গুপ্তধনের স্থানটি যে উত্তর দিল্লিতে অবস্থিত। তার পূর্বাভাস আগেভাগেই দিয়ে দিয়েছিল পেজ। ক্যাপশনে লেখা ছিল, উত্তর দিল্লিতে এসে নৌকো বিহার করে যাও।

পরে, ইনস্টাগ্রাম ব্যবহারকারী কমেন্ট বক্সে একটি আপডেটও শেয়ার করেছেন – ‘কেউ একজন গুপ্তধন খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন, তবে আমরা জানি না তিনি কে। তাই আপনি এই চ্যালেঞ্জে জিতেছেন কিনা তা আমাদের জানান।’ আর পেজের এই কমেন্টটি দেখেই উপচে পড়ছিল নেটিজেনদের ভিড়। রীতিমত উত্তেজিত হয়ে তাঁরা বলতে শুরু করেছিলেন যে এটা ঠিক নয়। আবার টাকা লুকিয়ে দিতে হবে। ইতিমধ্যেই কেউ যদি আগের টাকা খুঁজে পেয়ে গিয়ে থাকে। তাহলে আমরা কীভাবে খুঁজব। কেউ কেউ আবার চ্যালেঞ্জটিকে আরও ইন্টারেস্টিং করে তোলার জন্য বিশেষ পরামর্শও দিয়েছেন। লিখেছেন, ‘কম ইঙ্গিত দিয়ে চ্যালেঞ্জটিকে আরও কঠিন করুন’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘এটি খুবই আকর্ষণীয়’। তৃতীয় একজন যোগ করেছেন, ‘আমার শহরেও এইরকম গুপ্তধনের সন্ধান দরকার’।

উল্লেখ্য, পেজটিতে প্রথম ভিডিওটি পোস্ট করা হয়েছিল এই বছরের ২৫ ফেব্রুয়ারি। তারপর থেকে, ইনস্টাগ্রাম ব্যবহারকারী পৃষ্ঠাটি চালাচ্ছেন। নিয়মিত এই একই ধরনের ক্লিপগুলি আপলোড করে চলেছেন যা লোকেদের লুকানো অর্থ খুঁজে পেতে চ্যালেঞ্জ জানায়। বর্তমানে, হ্যান্ডেলটির ১২,০০০ ফলোয়ার এবং মোট ২৫টি পোস্ট রয়েছে।