Wanindu Hasaranga returns to test cricket set to miss initial stages of IPL 2024

কলম্বো: গত বছরই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তবে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে টেস্টে অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। ২২ মার্চ থেকে বাংলাদেশের বিরুদ্ধে শুরু হতে চলা দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে তাঁকে শ্রীলঙ্কান (BAN vs SL) দলে নেওয়া হয়েছে। সরাসরি এর প্রভাব পড়তে চলেছে আইপিএল (IPL 2024) ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ওপর। 

বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ় এবং আইপিএলের ১৭তম সংস্করণ একই দিনে শুরু হবে। হাসারাঙ্গারা ওপার বাংলার দলের বিরুদ্ধে ২২ মার্চ প্রথম টেস্টে মাঠে নামবে। সিরিজ় ৩ এপ্রিল পর্যন্ত চলার কথা। অর্থাৎ প্রথম দুই সপ্তাহ মতো হাসারাঙ্গা আইপিএলের মঞ্চে মাঠে নামতে পারবেন না। প্রথম দফায় আইপিএলের যে সূচি ঘোষিত হয়েছে, তাতে সানরাইজার্স হায়দরাবাদের চারটি ম্যাচ রয়েছে। প্রথম তিন ম্যাচে লঙ্কান মিস্ট্রি স্পিনার তো খেলতে পারবেনই না।

সানরাইজার্স হায়দরাবাদের চতুর্থ ম্যাচটি ৫ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এই ম্যাচে হাসারাঙ্গা খেললেও, খেলতে পারেন, তবে সেই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। অর্থাৎ আইপিএলের প্রথম দফায় সানরাইজার্সের হয়ে হাসারাঙ্গার মাঠে নামার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

হাসারাঙ্গা ২০২০ সালে নিজের টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন। তিনি এখনও পর্যন্ত চারটি টেস্ট ম্যাচ খেলে লঙ্কান স্পিনার চার উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছিলেন ১৯৬ রান। একটি অর্ধশতরান করার কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে। শ্রীলঙ্কার হয়ে এই সিরিজ়ে হাসারাঙ্গা বাদেও প্রবথ জয়সূর্য, রমেশ মেন্ডিস, কামিন্দু মেন্ডিস এবং নিশান পেইরিস দলে রয়েছেন। অর্থাৎ দলের স্পিন বোলিং বিভাগটা বেশ শক্তিশালীই। ফেব্রুয়ারি মাসেই শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন ধনঞ্জয় ডি সিলভা। তিনিই এই সিরিজ়েও দলকে নেতৃত্ব দেবেন।

 

সিরিজ়ের প্রথম টেস্টটি সিলেট এবং ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্টটি চট্টগ্রামে আয়োজিত হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: আরসিবির হয়ে অনুশীলনে নামলেন কোহলি, আইপিএল মরশুম শুরুর আগে কী বললেন বিরাট? 

আরও দেখুন