Narendra Modi Latest News:নজরে শান্তি রক্ষা! পুতিন,জেলেন্সকিকে ফোন মোদীর, ভোটের পরই রাশিয়া-ইউক্রেনে যাওয়ার আমন্ত্রণ PMকে

রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের মাঝেই এবার দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী। সামনেই ভারতে ২০২৪ লোকসভা ভোট। ভোটের আগে তুঙ্গে রয়েছে রাজনৈতিক দলের প্রচার। বহু প্রচার সভাতেই অংশ নিচ্ছেন মোদী। রয়েছে তাঁর ভোট ঘিরে ব্যস্ততা। এরই মাঝে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে ফোন করেন মোদী। ফোনে হয় গুরুত্বপূর্ণ আলোচনা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পরই মোদী আলোচনা প্রসঙ্গে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। দুই দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে তাঁর কী কথা হয়েছে, তা সেখানে তুলে ধরেন। এদিকে, সূত্রের দাবি, দুই দেশের রাষ্ট্রনেতারা লোকসভা ভোটের পর মোদীকে সেদেশে আমন্ত্রণ করেছেন। উল্লেখ্য, রাশিয়ায় সদ্য নির্বাচনে ফের একবার জয় পেয়েছেন পুতিন। তাঁকে সেই বিষয়ে শুভেচ্ছা জানিয়ে ফোনে একাধিক বিষয় নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। 

প্রসঙ্গত, এর আগে, রাশিয়ায় সফর করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেবার পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী। সেবারের আলোচনাতেও পুতিন মোদীকে রাশিয়ায় আমন্ত্রণ করেছিলেন। এরপর এল ২০ মার্চের ঘটনা। পুতিনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মোদী এক্স হ্যান্ডেলে জানাচ্ছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পদে ফের তিনি নির্বাচিত হওয়ায় মোদী পুতিনকে শুভেচ্ছা জানান। এছাড়াও ‘রাশিয়া ও ভারতের মধ্যে বিশেষ ও বিশেষভাবে সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারি আগামী দিনে যাতে গভীর ও প্রসারিতভাবে করা যায়, তার জন্য আমরা একসঙ্গে কাজ করতে সহমত প্রকাশ করেছি।’ এছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গেও মোদীর কী আলোচনা হয়েছে, তা নিয়েও একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। মোদী তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে লেখেন, ‘শান্তির জন্য সমস্ত প্রচেষ্টা এবং চলমান সংঘাতের দ্রুত অবসান ঘটাতে ভারতের ধারাবাহিক সমর্থন জানানো হয়েছে। আমাদের জন-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির দ্বারা ভারত তার মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে।’

এদিকে, অন্যপ্রান্ত থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিও নিজের বক্তব্য তুলে ধরেছেন। তিনি একটি এক্স হ্যান্ডেলের পোস্টে লেখেন,’ ইউক্রেনের সার্বভৌমত্বে ভারতের সমর্থনের জন্য এবং আঞ্চলিক অখণ্ডতা, মানবিক সহায়তা এবং শান্তি ফর্মুলা বৈঠকে সক্রিয় অংশগ্রহণের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছি।’ একই সঙ্গেতিনি লিখছেন, ‘শান্তি সম্মেলনের উদ্বোধনীতে ভারতের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।’ জেলেন্সকি জানিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেনে আগ্রহী তাঁর দেশ। বিশেষত, ‘কৃষি রপ্তানি, বিমান চলাচল সহযোগিতা, এবং ফার্মাসিউটিক্যাল এবং শিল্প পণ্য বাণিজ্য’ এর ক্ষেত্রে আগ্রহী কিয়েভ। দুই দেশের সম্পর্ক আরও মজবুত হওয়ার পক্ষে বার্তা দিয়েছেন তিনি।