Sealdah Local Train: শিয়ালদা লাইনে এবার আরামের সফর, ১২ বগি নিয়ে বিরাট আশ্বাস, বাড়তে পারে ট্রেন

শিয়ালদা লাইনে ট্রেন নিয়ে ভোগান্তির শেষ নেই। তবে এই ভোগান্তির মাঝেই এল নয়া খবর। একদিকে নন ইন্টারলকিংয়ের কাজের পরেই ট্রেনের সংখ্য়া বৃদ্ধি করা হতে পারে। তবে খবর যেটা গুরুত্বপূর্ণ, সেটা হল শুধু যে ট্রেনের সংখ্যা বাড়ছে তেমনটাই নয়, নতুন যে ট্রেন আসবে সেগুলি ১২ বগির করা হতে পারে বলেও জানা গিয়েছে। এর জেরে নিত্যযাত্রীরা অত্যন্ত খুশি। কারণ ১২ বগির ট্রেনে স্বাভাবিকভাবেই যাত্রী বেশি ধরবে। তার জেরে এই যে গরমকাল আসছে, তখন অন্তত ঠেসাঠেসি ভিড় হবে না শিয়ালদা লাইনে।

বাস্তবিকই শিয়ালদা লাইনে যাঁদের রোজকার যাতায়াত করতে হয় তাঁরাই জানেন কীভাবে ঠেলাঠেলি করে ট্রেনে উঠতে হয়। দমদম, বিধাননগরের মতো স্টেশনে কার্যত কুস্তি চলে ট্রেনে ওঠার জন্য। এর অন্যতম কারণ হল ট্রেনের সংখ্য়া যথাযথ না থাকা, সব ট্রেন ১২ বগির না থাকা আর দিনকে দিন যাত্রী সংখ্য়া বাড়তে থাকা।

এদিকে পূর্ব রেলের মূখ্য় জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আগেই জানিয়েছিলেন নন ইন্টারলকিংয়ের কাজের পর ট্রেনের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। প্রয়োজন অনুসারে ট্রেনের সংখ্য়া বৃদ্ধি হতে পারেও বলেও তিনি আশার কথা শুনিয়েছিলেন।

সেক্ষেত্রে সূত্রের খবর, এতদিন ২৯৬টি ট্রেন চালানো হত, এবার সেটা বৃদ্ধি পেয়ে ৩৪৪টি হতে পারে। এখানেই শেষ নয়, নতুন যে ট্রেনগুলি আসতে চলেছে সেগুলি ১২ বগির হতে পারে বলেও আশ্বাস মিলেছে। সেক্ষেত্রে একদিকে তো ট্রেনে সংখ্য়া বাড়বে প্রয়োজন অনুসারে অন্যদিকে নতুন যে ট্রেনগুলি আসবে সেখানে বগির সংখ্য়াও বাডতে পারে। সব মিলিয়ে শিয়ালদা লাইনে এবার রোজকার ভোগান্তি অনেকটাই কমতে পারে।

বিভিন্ন সূত্র মারফৎ জানা গিয়েছে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ১২ বগির ট্রেন চালানোর ব্যপারে টার্গেট নেওয়া হয়েছে। সেই মতো প্রয়োজনীয় পরিকাঠামো বৃদ্ধি করা হচ্ছে। স্টেশনের ১,২,৩, ৪ নম্বর প্লাটফর্মের প্রয়োজনীয় উন্নয়নের কাজ করা হচ্ছে।

ট্রেন চলাচল ব্যবস্থার সার্বিক উন্নতির জন্য নন ইন্টারলকিংয়ের কাজ চলছিল। এর জেরে সাময়িকভাবে যাত্রীদের ভোগান্তি হয়েছে। এখনও সেই ভোগান্তি যে পুরোপুরি কমে গিয়েছে এমনটা নয়। এখনও একাধিক ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হচ্ছে স্টেশনে ঢোকার মুখে। তবে সাময়িক এই সমস্যা মিটবে। সেই সঙ্গে বাড়তে পারে ট্রেনের সংখ্য়া। বাড়তে পারে বগির সংখ্য়া।