কেন আধার নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে? কেন্দ্রের কাছে ব্যাখ্যা তলব করল হাইকোর্ট

সম্প্রতি পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া সহ একাধিক জেলায় বহু মানুষের কাছে আধার নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এরফলে রেশন পেতে সমস্যার পাশাপাশি ব্যাঙ্কের কাজেও সমস্যার সম্মুখীন হতে হয় অনেকেই। যদিও ইউআইডিএআই অবশ্য বিবৃতি জারি করে জানায়, যে কোনও আধার নম্বর বাতিল করা হচ্ছে না। এবার এনিয়ে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় কেন্দ্রের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল হাইকোর্ট। কেন এমন হচ্ছে? সেবিষয়টি কেন্দ্রকে জানাতে বলেছে হাইকোর্ট। 

আরও পড়ুনঃ কী হবে কে জানে? সকাল থেকে আধার সংশোধনের জন্য লাইন, ‘বাতিল’ নিয়ে বিভ্রান্তি চরমে…

মামলা সূত্রে জানা গিয়েছে, জয়েন্ট ফোরাম অ্যাগেনস্ট এনআরসি আধার নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে। তাদের বক্তব্য, অকারণে বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কেন্দ্র থেকে আধার কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে এটা কোনও ত্রুটি। তবে এরফলে অনেকেই সমস্যায় পড়েছেন। তাদের দাবি, এখনও পর্যন্ত রাজ্যে এক হাজারের বেশি মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে যাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে অবিলম্বে তাদের বিষয়টি জানাতে হবে।

যদিও কেন্দ্রের সলিসিটর জেনারেল এদিন দাবি করেন, এই মামলা গুরুত্বহীন। শুধুমাত্র যারা বিদেশি নাগরিক তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। মামলায় উভয়পক্ষের বক্তব্য শোনার পর কেন্দ্রকে হলফনামা দিতে বলে ডিভিশন বেঞ্চ। কেন এমনটা হচ্ছে তার ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। আগামী ৩ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, আধার নিষ্ক্রিয়তার যে সব চিঠি এখনও পাঠানো হয়েছে তাতে উল্লেখ করা হচ্ছে, আধার আইনের ২৮এ ধারায় সেই কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে। অর্থাৎ নাগরিকত্ব বা ঠিকানা নিয়ে সংশয় থাকার কারণে আধার নিষ্ক্রিয় হয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন বাংলার বাসিন্দারা। অনেকেই আবার অভিযোগ করছেন, আধার নিষ্ক্রিয়তার চিঠি পাওয়ার পর থেকে রেশন ও ব্যাঙ্কিং পরিষেবা পেতে সমস্যা হচ্ছে।

যদিও ইউআইডিএআইর তরফে জানানো হয়েছিল, কোনও আধার ব্যবহারকারীর এ বিষয়ে অভিযোগ থাকে তাহলে তাঁরা তা জানাতে পারেন ইউআইডিএআই-এর ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্কে। 

এদিকে, আধার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে সরব হন। তিনি ঘোষণা করেছিলেন, আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও কোনওরকম সুযোগ-সুবিধা থেকে এরাজ্যের মানুষ বঞ্চিত হবেন না। এরপর ‘আধার গ্রিভ্যান্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’ চালু করা হয়। যাঁদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তাঁরা সেখানে অভিযোগ জানাতে পারছেন। তবে বিজেপি দাবি করেছে, এটা প্রযুক্তিগত কোনও সমস্যা। চিন্তার কোনও কারণ নেই।