পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, নির্বাচন কমিশনে নালিশ শুভেন্দুর

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সুতরাং এখন গোটা দেশে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। এই আচরণবিধি কার্যকর থাকলে বেশ কিছু কাজ করা যায় না। মানুষজনের হাতে টাকা দেওয়া যায় না, প্রলোভন দেখানো যায় না, ভোটের বিনিময়ে প্রতিশ্রুতি দেওয়া যায় না এবং কাউকে কুরুচিকর ভাষায় আক্রমণ করা যায় না। এছাড়া আরও বেশ কিছু কাজ করা যায় না। নির্বাচন কমিশনের আওতায় থাকে তখন পুলিশ–প্রশাসন। এই আবহে এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক টাকা বিলি করছেন মানুষকে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিকে এই অভিযোগ তুলে থেমে থাকেননি শুভেন্দু। বিষয়টি নিয়ে একটি ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। আর সেই ভিডিয়ো–সহ নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দু অধিকারীর করা নালিশ অনুযায়ী, এই কাজ করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক। এবারের তিনি লোকসভা নির্বাচনের প্রার্থী নন। সেখানে তিনি টাকা বিলি করছেন জনগণের মাঝে বলে অভিযোগ। আর সেই অভিযোগই নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী।

অন্যদিকে ওই ভিডিয়ো–তে দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে গিয়ে হাঁটতে হাঁটতে টাকা বিলি করছেন মানুষের মাঝে। যা নিয়ে নালিশ ঠুকেছেন নন্দীগ্রামের বিধায়ক। এমনকী এটা আদর্শ আচরণবিধির পরিপন্থী বলেও উল্লেখ করেছেন শুভেন্দু নিজের নালিশে। অতএব এখন বিষয়টি জোর চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অভিযোগ কতটা সত্য তা নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল কংগ্রেস বিধায়কের তরফে। এই ভিডিয়ো যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। যদিও গেরুয়া পাঞ্জাবি ও পাগড়ি পড়ে হেঁটে যেতে ভিডিয়ো–তে দেখা গিয়েছে। মানুষের হাতে কাগজের মতো কিছু তুলে দিতেও দেখা যায়।

আরও পড়ুন:‌ তৃণমূলের পাশে থাকবে ‘গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’, নিচ্ছে প্রচারের দায়িত্ব

এছাড়া বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ভিডিয়ো তিনি পোস্ট করেছেন। আর আজ, বুধবার তিনি লিখেছেন, ‘‌আমি আর্জি জানাচ্ছি, দয়া করে আপনারা পদক্ষেপ করুন। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের করার জন্য। পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জনগণের মধ্যে টাকা বিলি করছে। এই অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ করুন।’‌ নির্বাচন কমিশনের কাছে এই নালিশই করেছেন বিধানসভার বিরোধী দলনেতা।