Class 11 New Book Publication Date: এই তারিখের মধ্যে একাদশ শ্রেণির সেমিস্টারের বই আসবে! ডেডলাইন বেঁধে দিল সংসদ, কবে?

কতদিনের মধ্যে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বই প্রকাশ করতে হবে? তার ডেডলাইন বেঁধে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশকদের সঙ্গে যে বৈঠক করেছে সংসদ, তাতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের ক্লাস শুরুর আগেই যাতে পড়ুয়াদের হাতে বই পৌঁছে যায়, তা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আগামী ২২ এপ্রিলের মধ্যে প্রকাশকদের একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের বই বাজারে আনতে হবে প্রকাশকদের। আপাতত প্রথম সেমিস্টারের বই প্রকাশের উপর যাবতীয় মনোযোগ আরোপ করতে হবে। অগ্রাধিকার দিতে হবে প্রথম সেমিস্টারের বই প্রকাশের উপর। প্রথম সেমিস্টারের বই বাজারে এসে যাওয়ার পরে দ্বিতীয় সেমেস্টারের প্রকাশের উপর মনোযোগ দিতে পারে প্রকাশকরা।

বিষয়টি নিয়ে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘এই শিক্ষাবর্ষ থেকেই নয়া সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাচ্ছে। প্রথম সেমিস্টারের জন্য যে যে বই লাগবে, সেগুলি বাজারে আনার জন্য প্রকাশকদের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। পরবর্তী সেমিস্টারের বই প্রকাশের জন্য বাড়তি সময় পাবেন প্রকাশকরা।’

আরও পড়ুন: KKR’s new death bowling weapon: রাসেলকে শর্ট বল, রিঙ্কুকে স্লোয়ার, হাতে ভালো ইয়র্কারও- ডেথে KKR-র অস্ত্র অনামীই?

এমনিতে প্রথম সেমিস্টারের বই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশকদের জানিয়ে দিয়েছে সংসদ। বইয়ের নকশা কেমন হবে, বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত হবে, বই প্রকাশের ক্ষেত্রে কী কী গাইডলাইন মেনে চলতে হবে, তা বিস্তারিতভাবে জানানো হয়েছে। প্রতিটি বইয়ের শেষে দুটি মডেল প্রশ্নপত্র থাকবে। সেইমতো জোরকদমে বই ছাপানোর কাজ চলছে।

আরও পড়ুন: HS 2024 Result Date: কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোবে? পরীক্ষা শেষের দিনেই জানিয়ে দিল সংসদ

যদিও সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, একেবারে শেষমুহূর্তে এসে নয়া বই ছাপানো নিয়ে তোড়জোড় শুরু করেছে সংসদ। ফলে বই ছাপার জন্য প্রকাশকরা একেবারে কম সময় পাচ্ছে। এখন তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেই অনেকে একাদশ শ্রেণির পড়াশোনা শুরু করে দেয়। সেই বিষয়টি মাথায় রেখে আগেভাগেই বই ছাপানোর প্রক্রিয়া শুরু করা উচিত ছিল সংসদের। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির এক নেতার বক্তব্য, একাদশ শ্রেণির নয়া বই প্রকাশের জন্য সংসদের আগেইভাগেই পদক্ষেপ করা উচিত ছিল। এখন শেষমুহূর্তে এসে তাড়াহুড়ো করা হচ্ছে।

আরও পড়ুন: HS 2025 Full Routine and Timings: একটানা ৬ দিন পরীক্ষা! ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের পুরো রুটিন দেখুন, কটায় শুরু হবে?