will rain affect Kolkata Knight Riders IPL 2024 opener VS Sunrisers Hyderabad, Know details

কলকাতা: গতকাল, বুধবার, ২০ মার্চ থেকেই কলকাতায় হঠাৎ বৃষ্টির। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাতে ভরা বসন্তেও বাংলাতে বর্ষার আমেজ। বুধবার সারাদিনই দফায় দফায় বৃষ্টির দাপট দেখা গিয়েছে। আজ বৃহস্পতিবারও আকাশের মুখ ভার। এদিকে শনিবার, ২৩ মার্চই শহরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলে (IPL 2024) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR vs SRH)। এহেন পরিস্থিতিতে নাইট সমর্থকদের উদ্বেগ, ঝড়-বৃষ্টি কি শনিবার কেকেআরের ম্যাচও প্রভাব ফেলবে?

বুধবার ৬.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কমেছে তাপমাত্রাও। বৃহস্পতিবার তা কমে পারদ নেমেছে ১৮.২তে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সাম্প্রতিক সময়ে মার্চে তাপমাত্রের পারদ এত নীচে কোনওদিন নামেনি। বেশ ঝোড়ো হওয়ার পাশাপাশি হচ্ছে বৃষ্টিও। ঠিক কবে পর্যন্ত এই বৃষ্টি চলবে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার, কেকেআরের ম্যাচের দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ওইদিনও আকাশের মুখ ভার থাকতে পারে। হতে পারে ঝড়, কয়েক পশলা বৃষ্টি। অর্থাৎ কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে।

প্রথম ম্যাচের আগে কিন্তু ইডেনে জোরকদমে চলছে অনুশীলন। বুধবারই নিজেদের দ্বিতীয় আন্তঃদলীয় অনুশীলন ম্যাচে মাঠে নেমেছিলেন কেকেআর তারকারা। অনুশীলন ম্যাচে মিচেল স্টার্কের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন রিঙ্কু সিংহ। কেকেআরের অনুশীলন ম্যাচে স্টার্ক শুরুটা কিন্তু বেশ ভালভাবেই করেন। নিজের প্রথম ওভারে এক রান খরচ করে রহমানুল্লাহ গুরবাজ়ের উইকেট নেন তিনি। তবে শেষটা তেমনভাবে করতে পারলেন না অজ়ি তারকা বোলার। ডেথ ওভারে বোলিং করার সময় প্রথম ওভারে ১০ রান খরচ করেন স্টার্ক। আর ইনিংসের শেষ ওভারে ২০ রান খরচ করেন তিনি। একটি ছক্কা ও তিনটি চার মারা হয় স্টার্কের বিরুদ্ধে। রিঙ্কু নিজেই একটি চার ও ছক্কা হাঁকান। তিনি ২৫ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। মণীশ পাণ্ডে ২০ বলে ৩১ রানের ইনিংসে প্রভাবিত করেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: অনুশীলন ম্যাচে স্টার্কের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন রিঙ্কু, নজর কাড়লেন সল্ট 

আরও দেখুন