Ferocious Dogs: হিংস্র কুকুরে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র, এবার তাতে এল স্থগিতাদেশ

হিংস্রতম কুকুরদের প্রজনন যাতে না করা হয়, তাদের বিক্রি যাতে না করা হয় তা নিয়ে বড় নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে কর্ণাটক হাইকোর্ট কেন্দ্রের এই নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল। অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে এনিয়ে। কেন্দ্রীয় সরকার ১২ মার্চ ২০২৪ এনিয়ে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশে বলা হয়েছিল হিংস্র ও ভয়ঙ্কর কুকুরের প্রজননের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। 

হাইকোর্টের বিচারপতি এম নাগাপ্রসন্ন এই নির্দেশটি দিয়েছেন। বেঙ্গালুরুর দুই বাসিন্দা কিং সলোমন ডেভিড ও মারদোনা জোনস এই মামলা করেছিলেন। বিচারপতি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও কেনেল ক্লাব অফ ইন্ডিয়া, চেন্নাইয়ের কাছে নোটিশ পাঠানো হয়েছে। 

সেই নির্দেশে একাধিক কুকুরের নতুন করে বিক্রি ও প্রজননে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে এই স্থগিতাদেশটি কেবলমাত্র কর্ণাটকে থাকবে বলে জানানো হয়েছে। পরের শুনানি রয়েছে আগামী ৫ এপ্রিল। কেন্দ্রীয় সরকার কোন তথ্যের উপর ভিত্তি করে সেই নির্দেশ দিয়েছিল সেটা জানানোর জন্য় বলা হয়েছে। 

সাম্প্রতিক নির্দেশ একাধিক হিংস্র প্রজাতির কুকুর আমদানি করা, বাচ্চা জন্ম দেওয়া, বিক্রির ক্ষেত্রে বিরাট নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই সব হিংস্র কুকুর বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রটউইলার, পিটবুল, টেরিয়ার, উল্ফ ডগস, ম্যাসটিফস সহ নানা ধরনের হিংস্র কুকুরকে পোষ্য় হিসাবে বিক্রি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা করা হয়েছে। এটা মানুষের পক্ষে বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পিটবুল টেরিয়ার, ডগো আর্জেন্টিনো, আমেরিকান বুলডগ, সাউথ এশিয়ান শেফার্ড ডগ, টোর্জনাক, জাপানিজ টোসা, আকিতা, রটইউলার, রোডেশিয়ান রিজব্যাক, উল্ফ ডগস, মস্কো গার্ড, কেন কর্সো, কঙ্গল, ফিলা ব্রাসিলিয়েরো সহ নানা প্রজাতির কুকুরের কথা উল্লেখ করা হয়েছে।

পশু পালন দফতরের তরফে বলা হয়েছে যে স্থানীয় প্রশাসন যেন এই ধরনের কুকুর পালন বা বিক্রির ক্ষেত্রে কোনও ছাড়পত্র না দেয়। এই ধরনের ছাড়পত্র দিলে সমস্যা হতে পারে। বলা হয়েছে এই ধরনের কুকুরকে আপাতত পোষ্য হিসাবে যার রাখছেন তারা যেন নির্বীজকরণ করে রাখেন। যাতে আর বাচ্চা না হয় সেটা দেখার জন্য় বলা হয়েছে।

তবে এবার সেই নির্দেশকে ঘিরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট।