Garden Reach building Collapse: EDকে বলে কাজ হয়নি, গার্ডেনরিচে বেআইনি নির্মাণ রুখতে আদালতে BJP নেতা রাকেশ সিং

গার্ডেনরিচে বেআইনি নির্মাণ বন্ধ ও ভাঙার দাবিতে বিজেপি নেতা রাকেশ সিংয়ের দায়ের করা মামলার শুনানি হবে বৃহস্পতিবার। মঙ্গলবার একথা জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। বুধবার মামলাটির শুনানি করার জন্য আবেদন জানিয়েছেন মামলাকারী। তবে সেই আবেদন গ্রহণ করেনি আদালত।

আরও পড়ুন: গার্ডেনরিচের জের, ৩ ইঞ্জিনিয়ারকে শোকজ, তালিকা করে বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ

গার্ডেনরিচে নির্মিয়মান বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় বিপাকে শাসকদল। তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ হয়েছে বলে অভিযোগ। ওই এলাকার কাউন্সিলর শামস ইকবালের গাড়ির সখ নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। এরই মধ্যে সোমবার সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক অভিযোগ করেন রাকেশ সিং।

তিনি বলেন, মোটা টাকার বিনিময়ে গার্ডেনরিচ, ওয়াটগঞ্জ এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ হয়ে চলেছে। শামস ইকবাল তুলছেন সেই টাকা। আর তার ভাগ যাচ্ছে ফিরহাদের কাছে। এর পর সেই টাকা দুবাইয়ে পাচার হয়ে যাচ্ছে। সমস্ত তথ্য তিনি চিঠির আকারে ২০২২ সালে ইডিকে দিয়েছিলেন বলে দাবি করেন রাকেশ। সঙ্গে জানান ওই এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে তদন্তের দাবিতে আদালতে যাবেন তিনি।

আরও পড়ুন: ‘‌আমরা সু্প্রিম কোর্টের তত্ত্বাবধানে ২০২৪ নির্বাচন চাই’‌, বিজেপিকে ঠুকে দাবি ডেরেকের

মঙ্গলবার রাকেশ সিংকে মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলা দায়ের করে দ্রুত শুনানির আবেদন করেন রাকেশ সিংয়ের আইনজীবী। কিন্তু দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেননি প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার হবে মামলাটির শুনানি।

রাকেশ সিংয়ের দাবি, বেআইনি নির্মাণ নিয়ে মুখ খোলার জন্যই তাঁকে ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে তাঁর ১৫ হাজার স্কোয়ারফুটের একটি শেড।