Mamata Banerjee: মুখ টকটকে লাল! মমতার বিকৃত ছবি পোস্ট বিজেপির, কমিশনে বড় দাবি তৃণমূলের

ভোট এসে গিয়েছে। সেই সঙ্গেই কাদা ছোঁড়াছুঁড়িও শুরু হয়ে গিয়েছে পুরোদমে। আর সেই সঙ্গেই সোশ্য়াল মিডিয়ায় এমন ছবি পোস্ট করা হচ্ছে যা কার্যত শালীনতার সীমা ছাড়াচ্ছে কিছুক্ষেত্রে। সেই ধরনের ছবি পোস্ট করা কোনও দায়িত্বশীল দলের কাছে কতটা শোভনীয় তা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার তেমনি একটি পোস্টকে ঘিরে বিতর্ক তুঙ্গে।

আর সেই পোস্টে যে ধরনের বক্তব্য বা ছবি পোস্ট করা হয়েছে তার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, বিজেপির হাওড়া ইউনিট মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সরাসরি অপমান করছে। ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছে বিজেপি। আর এই ধরনের ঘৃণ্য কাজ এমন সময় করা হচ্ছে যখন ভোটের দিন ঘোষণা করা হয়েছে ও মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গিয়েছে।

 

সেই সঙ্গেই তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়েছে আমাদের দাবি ভারতের নির্বাচন কমিশন এই ব্যাপারটা দেখুক আর এমসিসি লঙ্ঘনের জন্য বিজেপিকে জরিমানা করা হোক। লিখেছে তৃণমূল।

কিন্তু কী আছে সেই পোস্টে?

বিজেপি হাওড়া সদরের পক্ষ থেকে এই পোস্ট করা হয়েছে বলে তৃণমূলের দাবি। সেখানে লেখা হয়েছে, আপনার ভোট কার পক্ষে। সেখানে একদিকে অযোধ্য়ায় রামলালা ছবি পোস্ট করা হয়েছে। আর অন্য ফ্রেমে রয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি। কিন্তু তাঁর মুখটিকে একেবারে রক্তিমবর্ণ করে দেওয়া হয়েছে। নীচে লেখা শ্রীরামের বিপক্ষে? তার নীচে লেখা সঠিক সিদ্ধান্ত নিন, বিজেপিকে ভোট দিন।

এদিকে বিজেপির এই ধরনের পোস্টের বিরোধিতা করেছে তৃণমূল। তাদের দাবি, এটা কখনও কাম্য নয়।

এদিকে নেট নাগরিকরা অনেকেই এই ধরনের পোস্টে আপত্তি জানিয়েছেন। এভাবে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি পোস্ট করা কতটা শোভন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

কমিশন যাতে এনিয়ে দ্রুত ব্যবস্থা নেয় সেব্যাপারে অনেকেই দাবি করেছেন। তবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এনিয়ে কতটা ব্যবস্থা নেয় সেটাও দেখার।