Negligence in treatment: অপারেশনের পর ২১জন রোগীর শরীরে একই ধরনের সমস্যা, নার্সিংহোমের বিরুদ্ধে তদন্ত

হাসপাতাল অথবা নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ নতুন কিছু নয়। তবে সম্প্রতি একটি নার্সিংহোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছে। সেক্ষেত্রে অস্ত্রোপচারের পর বহু রোগীর শরীরে একই সমস্যা দেখা দিয়েছে। অন্তত ২১ জন রোগী এমন সমস্যার কথা জানিয়েছেন। এই ঘটনায় ওই নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে অভিযোগ জমা পড়েছে। এমন অভিযোগ শুনে কার্যত হতবাক চিকিৎসা বিশেষজ্ঞরা। মুর্শিদাবাদের বহরমপুরের একটি নার্সিংহোমের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ গলায় অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু ১৯ বছরের বধূর, নার্সিংহোমে বিক্ষোভ পরিজনদের

জানা গিয়েছে, ২০২২ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই ২১ জন রোগীর অস্ত্রোপচার হয়েছিল। সেক্ষেত্রে অনেকেরই সিজারিয়ান পদ্ধতিতে সন্তান ডেলিভারি হয়েছিল, আবার অনেকেই জরায়ু বাদ দেওয়ার অস্ত্রোপচার করেছিলেন। নার্সিংহোম থেকে অস্ত্রোপচারের পর তারা সেরে উঠেছিলেন। তারপর নার্সিংহোম থেকে তাদের ছুটিয়ে দেওয়া হয়। কিন্তু, তার ১৫ থেকে ২০ দিনের মধ্যেই দেখা দেয় নতুন ধরনের সমস্যা। সেক্ষেত্রে অস্ত্রোপচারের জায়গা থেকে কারও পুঁজ বের হচ্ছিল তো কারও রস বের হচ্ছিল। আবার অনেকের ক্ষেত্রে কাটা জায়গাটিও শক্ত হয়ে যায়। আর সেই সঙ্গে হয়েছে পেটে অসহ্য যন্ত্রণা।

২১ জন রোগীর একই সমস্যা নিয়ে কার্যত রহস্য দানা বেঁধেছে। কীভাবে সবার ক্ষেত্রে একই সমস্যা দেখা দিচ্ছে? তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, এর মধ্যে অনেক রোগীই পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আবার দক্ষিণ ভারতের নামকরা হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। বহরমপুরের ওই নার্সিংহোমের বিরুদ্ধে এমনই অভিযোগ জানিয়ে সম্প্রতি রাজ্য স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয়েছেন ২১ জন রোগী। সেক্ষেত্রে তারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এদিকে, এমন অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য কমিশন। কমিশনের চেয়ারপার্সন অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানান, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। এর জন্য  ৫ সদস্যের হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। স্ত্রী বিশেষজ্ঞ থেকে শুরু করে মাইক্রো বায়োলজিস্ট, সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য কমিশনের ২ সদস্য এই কমিটিতে রয়েছেন বলে তিনি জানিয়েছেন। সেক্ষেত্রে তদন্তের রিপোর্ট পাওয়ার পরে নার্সিংহোমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের এক আধিকারিক। যদিও এই অভিযোগ নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি নার্সিংহোম কর্তৃপক্ষ। তবে রোগীরা দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন।