Moscow terrorist attack latest updates: ‘পুতিনের নির্দেশেই’ রাশিয়ায় জঙ্গি হামলা, দাবি ইউক্রেনের, মৃত ৪০, আহত ১০০-র বেশি

রাশিয়ার কনসার্ট হলে হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০০ জনের বেশি। রাশিয়ার সরকারি সংবাদসংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা এজেন্সি ফেডেরাল সিকিউরিটি সার্ভিসের তরফে বলা হয়েছে যে ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্রকাস সিটি হলে জঙ্গি হামলায় ৪০ জনের মৃত্যু হয়েছে। ১০০ জনের বেশি আহত হয়েছেন।’ আপাতত সেই ঘটনায় আপাতত কী কী বিষয় সামনে এসেছে, রাশিয়ার তরফে কী মন্তব্য করা হয়েছে, তা দেখে নিন।

রাশিয়ার কনসার্ট হলে হামলা- আপডেট

১) একাধিক রিপোর্ট অনুযায়ী, পাঁচজন আততায়ী কনসার্ট হলের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে। প্রত্যেকেই সেনার মতো পোশাক পরেছিল। আর হাতে ছিল স্বয়ংক্রিয় অস্ত্র। তারা সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে। তবে আততায়ীদের পরিণতি কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

২) সেই ভয়াবহ হামলার ঘটনার পরে একাধিক ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে যে কনসার্ট হলের মধ্যে দিয়ে বন্দুক হাতে নিয়ে যাচ্ছে দুই আততায়ী। অপর একটি ভিডিয়ো অডিটোরিয়ামের মধ্যে এক ব্যক্তিকে দেখা গিয়েছে। তিনি বলতে থাকেন যে অডিটোরিয়ামে আগুন লাগিয়ে দিয়েছে আততায়ীরা। সেইসঙ্গে ক্রমাগত গুলির শব্দ শোনা যেতে থাকে।

আরও পড়ুন: Kate Middleton Fighting Cancer: ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন, চলছে ৪২ বছর বয়সীর কেমোথেরাপি

অপর একটি ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) মাথায় টুপি পরে চার আততায়ীকে দেখা গিয়েছে। আর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নির্বিচারে গুলি চালাতে দেখা গিয়েছে। আশপাশের লোকজনের যখন আর্তনাদ করছেন, তখন ওই চারজনকে অ্যাসল্ট রাইফেল হাতে গুলি চালাতে দেখা গিয়েছে।

৩) রাশিয়ার সরকারের তরফে জানানো হয়েছে যে জঙ্গি হামলার পরে মস্কোর বিভিন্ন বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সপ্তাহান্তে মস্কোর মেয়র সের্গেই সবাইনিনের যা যা সভা ছিল, তা বাতিল করে দিয়েছেন।

৪) রাশিয়ার বিদেশ মন্ত্রকের মাসরিয়া জাখারোভা কড়া ভাষায় বলেছেন, ‘রাশিয়ার নেতারা যেমন বলেছেন, এই ঘটনায় যারা যুক্ত আছে, তাদের সকলকে চিহ্নিত করবে রাশিয়ার স্পেশাল সার্ভিস।’

আরও পড়ুন: East-West Metro Full Service Start Date: ৭ মাসর মধ্যে মেট্রো ছুটবে হাওড়া ময়দান-সল্টলেক লাইনে, হারাবে কলকাতার ‘গর্ব’-কে

৫) আপাতত সেই হামলার ঘটনার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। মস্কোর মেয়র জানিয়েছেন যে জঙ্গি হামলার ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। যা গত কয়েক বছরের নিরিখ রাশিয়ায় সবথেকে ভয়াবহ হামলা।

৬) একাধিক রিপোর্ট অনুযায়ী, কনসার্ট হলে একইসঙ্গে ৬,০০০-র বেশি মানুষ থাকতে পারেন। শুক্রবার যখন হামলা চালানো হয়, তখন জনপ্রিয় রক ব্যান্ড পিকনিকের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছিল। কিছুক্ষণ পরেই সেই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তারইমধ্যে নির্বিচারে গুলি চালানো হতে থাকে কনসার্ট হলে। বিস্ফোরক ছোড়া হয়। দাউদাউ জ্বলতে থাকে কনসার্ট হল। শোনা যায় বিস্ফোরণের শব্দও।

৭) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের মূল গোয়েন্দা সংস্থার তরফে দাবি করা হয়েছে যে রাশিয়ার সিক্রেট সার্ভিসেস সংস্থাই নাকি মস্কোর কনসার্ট হলে হামলার পরিকল্পনা করেছে। টেলিগ্রামে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার তরফে বলা হয়েছে, ‘মস্কোয় যে জঙ্গি হামলা চলেছে, পরিকল্পনামাফিক এবং ইচ্ছাকৃতভাবে প্ররোচিত করার উপায়। (ভ্লাদিমির) পুতিনের নির্দেশ মতো রাশিয়ার স্পেশাল সার্ভিসেসই সেই কাজটা করেছে।’ 

আরও পড়ুন: Russia concert hall attack: সেনার পোশাক পরে রাশিয়ার কনসার্ট হলে ঢুকে নির্বিচারে গুলি! অনেক মৃত্যুর আশঙ্কা