নিজের প্রথম ওভারেই জয়কে ফেরালেন কুমারা

প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ১৬ ওভারে ৬০/৪ (শাহাদাত ১*, তাইজুল ১২*; জাকির ৯, শান্ত ৫, মুমিনুল ৫, জয় ১২)। 

শ্রীলঙ্কা ৬৮ ওভারে প্রথম ইনিংসে ২৮০/১০ (রাজিথা ৬*; মাদুশকা ২, মেন্ডিস ১৬, করুনারত্নে ১৭, ম্যাথুজ ৫, চান্ডিমাল ৯, কামিন্দু ১০২, ধনাঞ্জয়া ১০২, প্রবাথ ১, ফার্নান্ডো ৯, কুমারা ০)

আগের দিনই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন দেখার ছিল মাহমুদুল হাসান জয় সেই বিপদ থেকে উদ্ধারে প্রতিরোধ গড়তে পারেন কিনা। কিন্তু নাইটওয়াচম্যান তাইজুলকে সঙ্গে নিয়ে বেশিক্ষণ টেকেনি তার প্রতিরোধ।  সকালে নিজের প্রথম ওভারে বল করতে এসে প্রথম বলেই জয়কে তৃতীয় স্লিপে তালুবন্দি করিয়েছেন লাহিরু কুমারা। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে এজ হয়ে জয় ১২ রানে সাজঘরে ফিরেছেন। তাতে ৪৬ বলে থেমেছে জয়ের লড়াই। 

এর আগে ভালোই লড়ছিলেন জয়-তাইজুল। দু’জনে প্রথম ৫ ওভারে তুলেছেন ২১ রান। তাদের ব্যাটেই দলের স্কোর পঞ্চাশ ছাড়িয়েছে।   

জয়, তাইজুলকে নিয়ে দ্বিতীয় দিন শুরু বাংলাদেশের

সিলেটে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২৮০ রানে থামিয়ে দিতে পারলেও স্বস্তিতে নেই বাংলাদেশ। প্রথম দিনের শেষ বিকালে খেলতে নেমে টপের তিন উইকেট হারিয়ে চাপে রয়েছে। শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল ১০ ওভারে ৩ উইকেটে ৩২ রান। 

গতকাল লঙ্কান পেসারদের তোপে বিদায় নিয়েছেন জাকির হাসান (৯), নাজমুল হোসেন শান্ত (৫) ও মুমিনুল হক (৫)। ক্রিজে আছেন নাইট ওয়াচম্যান তাইজুল ইসলাম (০) ও মাহমুদুল হাসান জয় (৯)। চাপ কাটিয়ে ওঠার আশায় খেলছেন তারা।