Imad Wasim: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, অবসর ভেঙে ২২ গজে ফিরলেন ইমাদ ওয়াসিম

<p style="text-align: justify;"><strong>করাচি:</strong> কিছুদিন আগেই ড্রেসিংরুমে সিগারেট খেয়ে বিতর্কে জড়িয়েছিলেন। তবে মাঠের পারফরম্য়ান্স এতটাই উজ্জ্বল ছিল যে এবার পিসিবি তাঁকে ফেরাতে উদ্যোগী হয়েছিল পিএসএলের পরই। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলতে নেমেছিলেন। ফাইনালে একাই পাঁচ উইকেট নিয়েছিলেন। এমনকী দলকেও চ্যাম্পিয়ন করেছিলেন। এবার অবসর ভেঙে ফের পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে ফিরলেন ইমাদ ওয়াসিম। পিসিবির সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী জুনে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের জার্সিতে দেখা যেতে পারে তাঁকে।</p>
<p style="text-align: justify;">গত পিএসএলে দুরন্ত ফর্মে ছিলেন ইমাদ। রীতিমত অলরাউন্ড পারফরম্য়ান্স দেখা গিয়েছে তারকা ক্রিকেটারের। এরপরই পিসিবির পক্ষ থেকে অনুরোধ করা হয় ইমাদকে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার জন্য। এরপর নিজের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে চেয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে ইমাদ লিখেছেন, ”পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমি এই কথা বলতে পারি যে আমার অবসরের বিষয়টি পুনর্বিবেচনা করে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। ২০২৪ টি ২০ বিশ্বকাপের আগে আমি এই সংস্করণে পাকিস্তানের ক্রিকেটে আমার ফেরার বিষয়টি নিশ্চিত করছি। আমার প্রতি পিসিবি যে আস্থা রেখেছে তাঁর কারণে তাদের ধন্যবাদ জানাতে চাই। দেশের জন্য ভালো করতে আমি নিজের সেরাটা উজাড় করে দেব। পাকিস্তান আমার কাছে সবার আগে।” পাকিস্তানের জার্সিতে শেষবার ২০২৩ সালে টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছিলেন ইমাদ। কিউয়িদের বিরুদ্ধে রাওয়ালপিণ্ডিতে ছিল সেই ম্য়াচ। ৬৬ ম্য়াচে ৬৫ উইকেট নিয়েছেন তিনি। ঝুলিতে রয়েছে ৪৮৬ রানও। একটি অর্ধশতরানও রয়েছে তার মধ্যে। সর্বোচ্চ অপরাজিত ৬৪। ২০২০ সালে শেষবার ওয়ান ডে ম্য়াচ খেলেছিলেন।&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<div id="para-three">&nbsp;</div>
<div class="readmarticle mt-32">&nbsp;</div>