Garden Reach school: ভগ্নদশায় গার্ডেনরিচের স্কুল, ভেঙে নতুন করে বানিয়ে দেবে রাজ্য

গার্ডেনরিচ কাণ্ডের পর সতর্ক রাজ্য সরকার। এলাকার একটি স্কুল বাড়িকে ভেঙে নতুন করে তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন। গার্ডেনরিচের মুদিয়ালি বয়েজহাই স্কুলের অবস্থা অত্যন্ত খারাপ। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে স্কুল বাড়িটিকে পুরোপুরি ভেঙে নতুন বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বিকল্প হিসাবে পাশের মুদিয়ালি গার্লস স্কুলে শিফট করানো হবে। জানা গিয়েছে, পরিবর্তন করা হবে স্কুলের সময় সূচিও। এই স্কুলের পরিচালন কমিটির প্রেসিডেন্ট বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী ২৭ স্কুলটিকে নিয়ে একটি বৈঠক ডেকেছেন। যে বৈঠকে উপস্থিত থাকবেন স্থানীয় কাউন্সিলর, স্কুল কর্তৃপক্ষ ছাড়াও মেয়র ফিরহাদ হাকিম ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়া স্থানীয় বিধায়কও উপস্থিত থাকবেন এই বৈঠকে। এই স্কুলটি নতুন করে নির্মাণের করার বিষয়ে আলোচনা করা হবে। 

স্পিকার বলেন, ‘পুরোনো ভবনটি ভেঙে ফেলে নতুন করে বাড়ি উঠবে। ততদিন স্কুলটি লাগোয়া গার্লস স্কুলে শিফট করতে হবে। রাজ্য সরকার এই বাড়ি তৈরির যাবতীয় দায়িত্ব নিচ্ছে।’

আরও পড়ুন। বড় বেআইনিতে আর শুনানি নয়, সরসারি বাড়ি ভাঙবে কলকাতা পুরসভা

মুদিয়ালি বয়েজ স্কুলটির পুরনো বাড়ির একাংশে আবার নতুন করে ঘর করা হয়েছে। সেগুলি বাদ দিয়ে বাকি অংশ কার্যত ভগ্নদশায়। স্টাফ রুম ও গ্রাউন্ড ফ্লোরের অবস্থা খুবই খারাপ। বহু জায়গায় চাঙর খসে পড়ছে। কোথাও আবার কর্তৃপক্ষ নিজেরাই চাঙরগুলি খুলে নিয়েছেন ভেঙে পড়ার ভয়ে।

আরও পড়ুন। সল্টলেক–নিউটাউনে বহু বাড়ি হেলে আছে, গার্ডেনরিচ কাণ্ডের পর বাড়ছে আতঙ্ক

উল্লেখযোগ্য ভাবে স্কুলটিতে ১৫০০ ছাত্রছাত্রী পড়াশুনো করে। ছাদ যাতে ভেঙে না পড়ে তার জন্য কোনও মতে বাঁশ দিয়ে তা ঠেকিয়ে রাখা হয়েছে। অভিভাবকরা জানাচ্ছেন শৌচালয়গুলোও নিরাপদ নয়। শুক্রবার স্কুলটি পরিদর্শনে যান ডিআই এবং অন্যান্য সরকারি আধিকারিকেরা। তাঁরা বেশ খানিক্ষণ কথা বলেন স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে। স্কুলটি সারানোর দাবিতে শুক্রবার বিক্ষোভও দেখায় এসএফআই। 

জানা গিয়েছে স্পিকারের সঙ্গে বৈঠকেই ঠিক হবে স্কুলের সময় কী হবে। কারণ গার্লস স্কুলটি বেলায় বসে। একই সময় দুটো স্কুল চলতে পারে না। তাই বৈঠকে ঠিক হবে বয়েজ স্কুলের সময়।

আরও পড়ুন। গার্ডেনরিচ কাণ্ডের ৫ দিন পর তদন্ত কমিটি গড়ল KMC, ৭ দিনে রিপোর্ট দেওয়ার নির্দেশ