KKR set to start IPL 2024 Campaign against SRH when and where to watch match

কলকাতা: নতুন মরশুম (IPL 2024), নতুন উদ্যমে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)।  গত মরশুমে পারেননি, তবে এ মরশুমে চোট সারিয়ে ফের একবার কেকেআরের জার্সিতে মাঠে নামতে প্রস্তুত অধিনায়ক শ্রেয়স আইয়ার। কেকেআর শিবিরে আবার দলকে দুইবার খেতাব জেতানো অধিনায়ক গৌতম গম্ভীরেরও প্রত্যাবর্তন ঘটেছে। তবে ক্রিকেটার নয় মেন্টরের ভূমিকায়। নাইট সমর্থকরা আশাবাদী গম্ভীর ফের একবার দলকে শীর্ষে নিয়ে যেতে পারবেন।

কেকেআর বনাম সানরাইজার্স মানে দুই বিশ্বজয়ী, বিশ্বের সেরাদের মধ্যে গণ্য হওয়া দুই ফাস্ট বোলার এবং অবশ্যই আইপিএলের সর্বকালের দুই সবথেকে দামি ক্রিকেটার প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের যুদ্ধও বটে। দুই অজ়ি তারকার কে নজর কাড়বেন? তা দেখতে উৎসুক গোটা ক্রিকেট বিশ্ব।

কাদের ম্যাচ?

মরশুমে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।

কোথায় খেলা?

ম্য়াচটি কলকাতা ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে।

ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়। 

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।

২২ গজের চরিত্র

একটা সময় ছিল যখন, কেকেআর শিবির পিচে ঘাস দেখলেই রে রে করে উঠত। ঘাস ছাঁটাই অভিযান চলত শেষ মুহূর্তে। শুকনো, ধুলো ওড়া পিচে ফেলা হতো প্রতিপক্ষকে। কিন্তু এখন ইডেনের বাইশ গজের সঙ্গে সঙ্গে বদলেছে কেকেআরের চরিত্রও। কেকেআর এখন আর আগের মতো স্পিন নির্ভর দল নয়, রয়েছে গতির আস্ফালনও। নারাইন, বরুণ চক্রবর্তী, সূয়স শর্মাদের পাশাপাশি রয়েছেন এক্সপ্রেস গতির মিচেল স্টার্ক। সঙ্গে চেতন সাকারিয়া, বৈভব অরোরা, হর্ষিত রানার মতো ভারতীয় পেসার। আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়াররাও প্রয়োজনে হাত ঘুরিয়ে মিডিয়াম পেস বোলিং করে দিতে পারেন। তাই পিচে গতি ও বাউন্স আছে শুনে খুশিই হবে কেকেআর।

ম্যাচের আবহওয়া

চলতি সপ্তাহে কলকাতাসহ গোটা রাজ্যেই বৃষ্টি হয়েছে। তবে সেই প্রভাব কেটেছে। আজকের আকাশ পরিস্কার, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ম্যাচের সময় ২৭ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। মৃদু বাতাসও বইবে। অর্থাৎ ক্রিকেটের জন্য বেশ আদর্শ পরিবেশ থাকারই পূর্বাভাস।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ইডেন শুরু অভিযান, কী বলছে কেকেআর বনাম সানরাইজার্সের অতীত পরিসংখ্য়ান? 

আরও দেখুন