Virat Kohli dances during IPL 2024 RCB vs CSK match Video goes viral

চেন্নাই: শুক্রবার, ২২ জানুয়ারি সকল ক্রিকেটপ্রেমীরা নজর রেখেছিলেন চেন্নাই। চিপকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংসের (CSK vs RCB) ম্যাচ দিয়ে আইপিএলের ১৭তম (IPL 2024) সংস্করণ শুরু হয়। এই ম্যাচেই সাম্প্রতিক সময়ে ক্রিকেটের দুই সবথেকে বড় আইকন মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলি (Virat Kohli) মাঠে নেমেছিলেন। তাই স্বাভাবিকভাবেই সকলে এই ম্যাচের দিকে নজর রেখেছিলেন। ম্যাচ চলাকালীনই বিরাট কোহলির নাচের এক ভিডিও ভাইরাল হয়।

দ্বিতীয়বার বাবা হওয়ার পর বেশ কয়েকদিন মাঠের বাইরে ছিলেন বিরাট কোহলি। এই ম্যাচের মাধ্য়মেই তিনি আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। তাই আরও বেশি করে কোহলির ফর্মের দিকে সকলের নজর ছিল। তিনি ব্যাট হাতে বড় রান করতে না পেলেও, খোশ মেজাজেই দেখা গেল ‘কিং কোহলি’কে। ম্যাচ চলাকালীনই বিখ্যাত তামিল গানের কোমর দোলালেন বিরাট। ভাইরাল হয় তাঁর ভিডিও।

 

এটা অবশ্য প্রথম নয়। এর আগেও বহুবার কোহলিকে ম্যাচে গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে। প্রিয় তারকার এই নাচের ভিডিও দেখে নেটিজেনরা কিন্তু বেশ আপ্লুত। হু হু করে ভাইরাল হয় কোহলির নাচের ভিডিওটি। অবশ্য ব্যাট হাতে ২০ বলে মাত্র ২১ রান করেই সাজঘরে ফেরেন বিরাট। তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেটার হিসাবে ইতিহাস গড়েন আরসিবি তারকা।

প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১২ হাজার রান পূরণ করলেন বিরাট। এই ম্য়াচে নামার আগে মাত্র ৬ রান দূরে ছিলেন বিরাট। এই ৬ রান করার পথে সিঙ্গলস নিয়েই রেকর্ড বুকে নাম লিখিয়ে নেন বিরাট। এই ম্য়াচে নামার আগে ১১,৯৯৪ রান নিজেদের নামের পাশে যোগ করেছিলেন বিরাট। প্রথম সাত ওভারে মাত্র আটটি ডেলিভারি খেলার সুযোগ পেয়েছিলেন কোহলি। আট বল বাকি থাকতেই আরসিবিকে ছয় উইকেটে হারিয়ে এদিন ম্যাচ জিতে নেয় সিএসকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: সানরাইজার্সের বিরুদ্ধে মরশুম শুরু কেকেআরের, কোথায়, কখন দেখবেন ম্যাচ? 

আরও দেখুন