Abhijit Ganguly: ‘গান্ধীকে হত্যার পিছনে গডসের ৮০ টি যুক্তি ছিল’, ফের বিতর্কে অভিজিৎ, সমালোচনায় TMC

গান্ধী না গডসে। এ নিয়ে মন্তব্য করে আবারও বিতর্কে জড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুজনের মধ্যে তিনি কাউকেই বেছে নেননি। আবারও এই দুজনের মধ্যে কাউকে বেছে নিতে পারলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, গান্ধীকে হত্যা করার পিছনে গডসের কী যুক্তি রয়েছে তা জানা না পর্যন্ত তিনি গডসে অথবা গান্ধীকে বেছে নিতে পারবেন না। শুধু তাই নয় মহাত্মা গান্ধীকে ‘জাতির জনক’ হিসেবে মানতেও অস্বীকার করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  বিজেপি নেতার এই মন্তব্যকে ‘লজ্জাজনক’ বলে সমালোচনা করেছে তৃণমূল।

আরও পড়ুন: ‘গান্ধী না গডসে?’ বিজেপিতে যোগ দিয়েই বিতর্ক উসকে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কী বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

একটি সংবাদ মাধ্যমে অভিজিৎকে প্রশ্ন করা হয় গান্ধী না গডসে? তার উত্তরে তিনি বলেন, ‘গান্ধী একজন নিহত মানুষ আর গডসে একজন হত্যাকারী। তবে একজন আইনজীবী হিসেবে আমাকে ভাবতে হবে গান্ধীকে হত্যা করার পিছনে গডসের কী যুক্তি ছিল। তা জানা প্রয়োজন রয়েছে।’ এরপরে তিনি বলেন, ‘আমি শুনেছি গান্ধীকে হত্যার পিছনে গডসের নাকি ৭৫ থেকে ৮০ টি যুক্তি ছিল। তিনি একটি বই লিখেছিলেন। বাংলায় তার অনুবাদও হয়েছিল যদিও সেটি পরে ব্যান করে দেওয়া হয়েছিল।’ 

তিনি জানান, গডসের লেখা সেই বই পড়ে তিনি জানতে চান যে কোন ধারনায় অনুপ্রাণিত হয়ে গান্ধীকে হত্যা করেছিলেন গডসে। তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমি তাঁর বক্তব্য জানতে না পারছি ততক্ষণ আমি গান্ধী না গডসে এদের মধ্যে কাউকে বেছে নিতে পারবো না।’

অভিজিতের এমন মন্তব্যের পরেই সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। এক্স হ্যান্ডেল পোস্টে তৃণমূল গঙ্গোপাধ্যায়ের সমালোচনা করে লিখেছে, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন মহাত্মা গান্ধী বনাম গডসে বিতর্কে একটি পক্ষ নিতে বলা হয়েছিল তখন তিনি অপ্রত্যাশিত মন্তব্য করেছেন। মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা এবং একজন ভারতীয় তাঁকে পছন্দ করেন কি না তা সিদ্ধান্ত নিতে এতটা সময় নেওয়া উচিত নয়। যদি কেউ তা না করে তবে এর মানে হবে যে তিনি একজন দেশবিরোধী নাথুরাম গডসের প্রতি সহানুভূতিশীল, যিনি শুধু বাপুকে হত্যা করেননি, ভারতের যৌথ আত্মাকেও আঘাত করেছিলেন।’ তৃণমূল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আরও আক্রমণ করে লেখে, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো গডসের প্রতি সহানুভূতিশীল দেখানো মানুষদের এই সমাজে কোনও স্থান থাকা উচিত নয়!’