Bhutan PM on PM Modi: কথা রেখেছেন দাদা! মোদীতে মুগ্ধ ভুটানের প্রধানমন্ত্রী, কী লিখেছেন দেখুন

ভুটান সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এত ব্যস্ত সূচির মধ্য়েও তিনি ভুটান সফরে যান। আর এরপরই সেখানকার প্রধানমন্ত্রী শেরিং তোবগে এনিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্য়বাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এটাই হল মোদী কি গ্যারান্টি। তিনি যে কথা দেন সেটা তিনি পূরণ করেন।

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ভূটানের প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘দাদাকে( প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আমার ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের জন্য় ধন্য়বাদ। তাঁর ব্যস্ত সূচি বা প্রতিকূল আবহাওয়া কোনওটাই তাঁকে আটকাতে পারেনি। এটাই হল মোদী কি গ্যারান্টি।

শনিবারই মোদীর দুদিনের ভুটান সফর শেষ হয়েছে। এবারের সফরে মোদীকে ভুটানের সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অফ দ্য ড্রুক গিয়ালপো দেওয়া হয়েছে। সেটাই তিনি ১৪০ কোটি ভারতবাসীর হাতে তুলে দিয়েছেন। তিনি অত্যন্ত জোরের সঙ্গে জানিয়েছেন যে থিম্পু ও ভারতের মধ্য়ে সম্পর্ক আরও নিবিড় হচ্ছে, এর জেরে দুদেশের নাগরিকদের উপকার হবে।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে আমি অত্যন্ত বিনম্রতার সঙ্গে আমি অর্ডার অফ দ্য ড্রুক গিয়ালপো গ্রহণ করেছি। এই পুরস্কার দেওয়ার জন্য় আমি ভূটানের রাজার প্রতি কৃতজ্ঞ। ১৪০ কোটি ভারতবাসীকে এই সম্মান আমি উৎসর্গ করছি। আমি নিশ্চিত যে ভারত ও ভুটানের সম্পর্ক আরও এগিয়ে যাবে। এটা দুদেশের নাগরিকদের পক্ষে অত্যন্ত শুভ হবে।

এই প্রথম কোনও বিদেশি নাগরিককে এই ধরনের পুরস্কার দেওয়া হল। এটা ভূটানের অত্যন্ত সম্মানজনক পুরস্কার। মোদীকে নিয়ে চারজনকে এখনও পর্যন্ত এই সম্মান দেওয়া হয়েছে। সারাজীবনে যে প্রাপ্তি, যে অবদান তাকে সম্মান জানিয়ে এই পুরস্কার দেওয়া হয়।

মোদী জানিয়েছিলেন, ভারত-ভুটানের বন্ধুত্বে নতুন মাত্রা যোগ করবে এই ধরনের আলোচনা। আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য় আমি কৃতজ্ঞ। ভুটানের মানুষের যে উষ্ণতা ও আতিথেয়তা পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। ভারত চিরদিন ভুটানের বন্ধু হিসাবে থাকবে। ভুটানের অংশীদার হিসাবে থাকবে ভারত।