Holi 2024 Dol Purnima Clean Colors From Face By These Six Tips

কলকাতা: দোলের দিন আবির খেলার জন্য একটি আলাদা রকমের উন্মাদনা থাকে। প্রস্তুতির তাড়ায় এই দিন মুখে তেল মাখার কথা অনেকেই ভুলে যান। ভুলে যেতেই পারেন। মুখে আগে থেকে তেল মাখা থাকলে রং লাগালে তা সহজে উঠে যায়। ফলে রং তোলার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। কিন্তু রং মাখা একবার হয়ে গেলে সহজে তা উঠতে চায় না। রঙের মধ্যে নানারকমের রাসায়নিক থাকে। এর ফলে সেই দাগ তুলতে আরও সমস্যা হয়।  তবে চিন্তা নেই। খুব কঠিন দাগও পাঁচ মিনিটে তুলে ফেলা সম্ভব। মুখকে আগের মতো জেল্লাদার বানিয়ে ফেলা সম্ভব। এর জন্য রইল কিছু সহজ কায়দার খোঁজ।

মুখ থেকে চটজলদি দোলের রং তোলার উপায় 

  • মুখ ড্রাই ওয়াইপ করে নিন – প্রথমেই মুখ ড্রাই ওয়াইপ করে নিতে হবে। এতে আলগা লেগে থাকা রংগুলি সহজে তুলে ফেলা সম্ভব । এই রংগুলিতে জল লাগলে দাগ আরও কঠিন হতে পারে।
  • ফেস মাস্ক – একটই ফেস মাস্ক তৈরি করে ফেলুন লেবুর রস, দই ও ময়দা মিশিয়ে। এর পর সেটি মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এর পর ধুয়ে ফেলুন। দেখবেন, রং অনেকটাই পরিস্কার হয়ে গিয়েছে।
  • অয়েল মাসাজ – রং খেলার আগে তেল‌ মাখলে রং‌তুলতে সুবিধা হয়। তবে রং খেলার পরেও তেল মেখেও মুখের রং তোলা সম্ভব। এর জন্য মুখে অলিভ অয়েল মাসাজ করতে পারেন। দ্রুত মুখ থেকে রং উঠবে এতে।
  • স্ক্রাব – একটা মাইল্ড স্ক্রাব দিয়ে মুখ থেকে বাকি রং তুলে ফেলতে হবে‌। হার্ড স্ক্রাব নিলে ত্বকের ক্ষতি হতে পারে।
  • ওয়েট ওয়াইপস – ওয়েট ওয়াইপস দিয়ে মুখের রং তোলা অনেকটাই সহজ। কারণ এর মধ্যে হাইঅ্যালুরনিক অ্যাসিড থাকে। এই অ্যাসিড ক্ষতিকর রং সহজে তুলে দেয়।‌
  • ক্লিনসার দিয়ে ক্লিনসিং – ফেস ক্লিনসার মুখ থেকে রং তুলতে বেশ কার্যকর। খুব কঠিন রংও সহজে তুলে দেয় ক্লিনসার। তাই একটি ভাল মানের ক্লিনসার মুখে লাগিয়ে ওয়াশ করে নিতে পারেন। এতে দ্রুত রং উঠবে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন – Holi 2024 Health Tips: দোলে অবলা প্রাণীদের রং দেওয়া কেন উচিত নয় ? কী হয় এতে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন