Shiv Shakti Point: নামকরণ মোদীর, চন্দ্রযান ৩-র ল্যান্ডিং পয়েন্ট ‘শিবশক্তি’ নামকে মান্যতা দিল আন্তর্জাতিক মঞ্চ

ভারতের মহাকাশ গবেষণা বিজ্ঞানের জগতে দেশ অন্যতম বড় মাইলস্টোন পার করেছে চন্দ্রযান-৩এর হাত ধরে। ২০২৩ সালে ১৪০ কোটি দেশবাসীর আশা পূরণ করে চাঁদের মাটিতে পা রেখেছিল ভারতের চন্দ্রযান ৩। আর চাঁদে যে পয়েন্টে গিয়ে ভারতের চন্দ্রযান ৩ ল্যান্ড করেছিল, সেই জায়গার নাম ‘শিবশক্তি’ রেখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মোদীর দেওয়া সেই নাম ‘শিবশক্তি’ পেল আন্তর্জাতিক মান্যতা।

চন্দ্রযান৩-এর ল্যান্ডিং পয়েন্টকে শিবশক্তি পয়েন্ট হিসাবে গণ্য করা হবে। শিবশক্তি নামটিতে মান্যতার শিলমোহর দিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। জানা গিয়েছে, ১৯ মার্চ এই অনুমোদন এসেছে প্রতিষ্ঠানের তরফে। উল্লেখ্য, অন্তর্জাতিক মঞ্চের তরফে এই অনুমোদন দেশের মহাকাশ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দিক। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের তরফে যে সমস্ত মহাজগতিক বিষয়গুলির নামকরণ করা হয়, সেই ‘গেজেটার অফ প্ল্যানেটারি নোমেনক্লিচার’ এ শিবশক্তি নামকরণকে মান্যতা দেওয়ার তথ্যটি উঠে আসে। সেখানে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের ‘প্ল্যানেটারি নোমেনক্লিচার’ সম্পর্কিত কার্যবাহী গোষ্ঠী চন্দ্রযান ৩ এর ল্যান্ডিং পয়েন্টের নাম শিবশক্তি-কে অনুমোদন দিয়েছে। উল্লেখ্য, চাঁদের মাটিতে ওই জায়গাতেই প্রথম নামে চন্দ্রযান ৩ এর বিক্রম ল্যান্ডার।

( Viral Optical Illusion: ছবিটি ভালো করে দেখুন তো! কয়টি সংখ্যা দেখছেন? রইল ভাইরাল অপটিক্যাল ইলিউশন আপনার জন্য)

এই সুখবরের সঙ্গেই একবার ফিরে যাওয়া যাক ২০২৩ সালের ২৩ অগস্টে। যেদিন চাঁদের মাটিতে প্রথম নামে বিক্রম ল্যান্ডার। গায়ে কাঁটা দেওয়া মুহূর্তে গোটা দেশ উচ্ছ্বাসে ফেটে পড়েছিল। দেশের বিজ্ঞানী মহলের প্রবল প্রচেষ্টা ছুঁয়েছিল বহু দিন ধরে দেখে আসা এক স্বপ্নকে। ততক্ষণে চন্দ্রযান ২ এর ব্যর্থতা ঝেড়ে ফেলে গোটা দেশ উচ্ছ্বাস আনন্দে ফেটে পড়ছে। তার আগে,  ২০২৩ সালের ১৪ জুলাই শ্রীহরিকোটার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)র চন্দ্রযান-৩ সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হয় চন্দ্রযান ৩র। এই ঐতিহাসিক কৃতিত্ব ভারতকে চাঁদে দক্ষিণ মেরুর কাছে অবতরণকারী প্রথম দেশ এবং নিয়ন্ত্রিত চন্দ্র অবতরণ অর্জনের জন্য চতুর্থ দেশ হিসেবে স্থান দিয়েছে। চন্দ্রপৃষ্ঠে ১০ দিনের অন্বেষণের পরে, ল্যান্ডার এবং রোভার উভয়ই ঘুমের মোডে প্রবেশ করেছে। এদিকে, প্রপালশন মডিউলটি ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর চন্দ্রের কক্ষপথে ছিল। উল্লেখ্য, ২৬শে আগস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে চন্দ্রযান ৩-এর মুন ল্যান্ডারের অবতরণ স্থানটির নাম শিবশক্তি হবে।