Happy Holi 2024 KKR cricketers including Shreyas Iyer Gautam Gambhir celebrate Holi during IPL 2024

সন্দীপ সরকার, কলকাতা: সোমবার রঙের উৎসব। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। দোলপূর্ণিমায় মাতোয়ারা বাংলাও। রাজ্যেরক প্রতি কোণায় পালিত হচ্ছে বসন্ত উৎসব।

আর শহরে থেকে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবির দোল পালন করবে না, তাই আবার হয় নাকি! জমিয়ে রং খেললেন নাইট ক্রিকেটারেরাও। অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) গালে আবির লাগিয়ে দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মেন্টরের গালে পাল্টা রং বুলিয়ে দিলেন কেকেআরের ক্যাপ্টেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের জয়ের নায়ক হর্ষিত রানাকে দেখা গেল স্মোক ক্যানিস্টার হাতে। সঙ্গে চেতন সাকারিয়া, সূয়স শর্মা, বৈভব অরোরা-সহ নাইট শিবিরের অন্যরা। দোল পূর্ণিমায় বাইপাসের ধারে টিমহোটেলে জমিয়ে উপভোগ করলেন কেকেআর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা।

এমনিতেই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টের শুরুটা দারুণভাবে করেছে কেকেআর। ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রথম ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন টিমমালিক শাহরুখ খান। তাঁর সামনেই রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় কেকেআর। যে জয়ের প্রধান নায়ক ছিলেন আন্দ্রে রাসেল। বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও তিনি নেন কার্যকরী ভূমিকা। তবে শেষ ওভারে দুরন্ত পারফরম্যান্স হর্ষিত রানার। কেকেআর তরুণ চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ম্য়াচ বার করে দেন। তাও প্রথম বলে ছক্কা খাওয়ার পরেও। বিধ্বংসী ফর্মে থাকা হেনরিখ ক্লাসেনকে ফিরিয়ে দেন তিনি। শেষ ওভারে দু’উইকেট নেন। সব মিলিয়ে ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট দিল্লির ডানহাতি মিডিয়াম পেসারের।

কেকেআরের পরের ম্যাচ বেঙ্গালুরুতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। সেই ম্যাচ খেলতে মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরু উড়ে যাচ্ছেন শ্রেয়স-নীতীশ রানারা। তবে তার আগে দোলের দিনও ছুটি নেই কেকেআর ক্রিকেটারদের। রঙের উৎসবের দিনও প্র্যাক্টিসে কামাই করলে চলবে না, কড়া অনুশাসন মেন্টর গম্ভীরের।

দোলযাত্রার দিন যে কেকেআর ছুটি বাতিল করে ইডেন গার্ডেন্সে প্র্যাক্টিস করবে, রবিবার তা একমাত্র লিখেছিল এবিপি লাইভ বাংলা। মেন্টর গম্ভীর ঢিলেমি দিতে নারাজ। প্রথম ম্যাচে কেকেআর জিতলেও সেই জয় বেশ কষ্টার্জিত ছিল। শেষ ওভারে ম্যাচ জেতে কেকেআর। তাই আরসিবি ম্যাচের আগে প্রস্তুতিতে খামতি রাখতে চান না গম্ভীর। কোনও ঐচ্ছিক অনুশীলন নয়, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরোদমে প্র্যাক্টিস করবে কেকেআর। তার আগে ওয়ার্ম আপ পর্বও রয়েছে। টুর্নামেন্টে নিজেদের জয়ের ধারা অটুট রাখতে মরিয়া নাইট শিবির। তাই, ছুটির দিনও ঘাম ঝরাবেন কেকেআর ক্রিকেটারেরা।

আরও পড়ুন: Punjab Kings 2024: বিদেশিরাই প্রীতির দলের সেরা অস্ত্র, তবে পাঞ্জাবকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দেখছি না

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন