After Holi Skin Care: হোলি তো গেল, এবার ত্বকের যত্ন নেবেন কীভাবে

রঙের উদযাপনে গা ভাসিয়েছেন প্রায় প্রত্যেকেই। কিন্তু সব মজার মাঝেই, নিরাপদ থাকার কথা মনে রাখা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ মজায় মত্ত হয়ে নিরাপত্তা মেনে চলা সম্ভবপর হয়ে ওঠেনি। এই প্রসঙ্গেই ভিশন আরএক্স ল্যাবের ডায়নামিক ও অ্যাকমপ্লিড মার্কেটিং প্রফেশনালের পাম্মি জামালপুরিয়া আমাদের সতর্ক থাকার কথা মনে করিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হোলি খেলার সময় সানগ্লাস পরতে ভুলবেন না। এটি আমাদের চোখকে রক্ষা করতে পারে। অনেকেই হয়তো এটি মেনে চলতে পারেননি।

ওদিকে, এএম মেডিকেল সেন্টারের ডার্মাটোলজিস্ট ডাঃ রোশনি মিশ্র বলেছেন, এই হোলির জন্য ত্বকের যত্ন নেওয়াও জরুরি। আপনার চুলে নারকেল তেল লাগিয়ে, মুখে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন লাগিয়ে, ফুল হাতা কাপড় পরার পরে নিজেকে রক্ষা করার কথা জানিয়েছিলেন তিনি। কারণ হোলি আনন্দের মুহূর্তগুলির জন্য মানুষকে একত্রিত করে, কিন্তু আমাদের সম্ভাব্য ঝুঁকি উপেক্ষা করা উচিত নয়। উত্তেজনা থেকে দূরে সরে যাওয়া সহজ, কিন্তু সাধারণ সতর্কতা অবলম্বন করলে সকলেই নিরাপত্তা পেতে পারেন।

এখন হোলি কেটে গিয়েছে। জমিয়ে হোলি খেলেছেন। অনেকেরই মুখ থেকে এখনও রং উঠছে না। চিন্তায় রয়েছেন। সেই চিন্তার নিরসন ঘটাব আমরাই। পড়তে থাকুন।

  • হোলির পর ত্বকের যত্ন নেবেন যেভাবে

১) মুখে লেবুর রস লাগাতে পারেন: হোলির রং দূর করতে লেবু নিজের ব্লিচিং বৈশিষ্ট্যের মাধ্যমে ত্বকে লেগে থাকা যেকোনও রং তুলে দেয়। লেবুর রস মুখে কিছুক্ষণ মুখে লাগিয়ে রাখার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে ভুলবেন না।

২) বেসন ও সরিষার তেল লাগাতে পারেন: বেসন এবং সরিষার তেল দিয়ে ফেস মাস্ক দিয়ে ঘন পেস্ট তৈরি করে রং লেগে থাকা জায়গায় লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর মুখ ম্যাসাজ করে পেস্টটি মুছে ফেলুন। সবশেষে গরম জলে মুখ ধুয়ে ফেলতে ভুলবেন না।