Suicide Attack in Pakistan: পাকিস্তানে ফের আত্মঘাতী জঙ্গি হানা, মৃত ৫ চিনা নাগরিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী বোমা হামলা। একটি কনভয়ের উপর এই হামলা হয়েছে। এর জেরে বিস্ফোরণে পাঁচ চিনা নাগরিক নিহত হয়েছেন। খবর রয়টার্স সূত্রে। 

আঞ্চলিক পুলিশ প্রধান মোহাম্মদ আলি রয়টার্সকে জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলাকারী ইসলামাবাদ থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দাসুতে তাদের শিবিরে যাওয়ার পথে চিনা ইঞ্জিনিয়ারদের একটি কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি চালিয়ে দেয়।

গান্দাপুর বলেন, ‘ওই হামলায় পাঁচ চিনা নাগরিক ও তাদের পাকিস্তানি গাড়িচালক নিহত হয়েছেন।

চিনের ইঞ্জিনিয়াররা ও পাকিস্তানি নির্মাণ শ্রমিকরা বেশ কয়েক বছর ধরে পশ্চিমাঞ্চলীয় খাইবার-পাখতুনখোয়া প্রদেশে বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছেন।

দাসু, একটি উল্লেখযোগ্য বাঁধ প্রকল্পের আবাসস্থল, আগেও এই প্রকল্পকে কেন্দ্র করে এখানে হামলা চালানো হয়েছিল। 

২০২১ সালে দাসু হামলায় দুই পাকিস্তানি শিশুসহ ৯ জন চিনা নাগরিকের মৃত্যু হয়েছিল। দাসু জলবিদ্যুৎ প্রকল্প সাইটে চিনা ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে এই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে, আক্রমণের প্রকৃতি ঘিরে বিভ্রান্তি ছিল, কিছু প্রতিবেদনে এটি একটি বাস দুর্ঘটনা বলে উল্লেখ করা  হয়েছিল। তবে পরবর্তী তদন্তে জানা যায়, এটি প্রকৃতপক্ষে একটি সন্ত্রাসী হামলা ছিল। বিস্ফোরণে বাসটি খাদে পড়ে যায়। একেবারে ভয়াবহ হানা।