TMC-ISF clash: দেওয়াল লিখন ঘিরে দোলের দিন অশান্ত ভাঙড়, ISF-TMC সংঘর্ষে ঝরল রক্ত

ভোটের দামামা বেজে উঠতেই সব জায়গায় রাজনৈতিক দলের প্রার্থীদের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। সেই দেওয়াল লিখন ঘিরে দোলের দিন উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। আর তার জেরে ঝরল রক্ত। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও মাথা ফেটেছে গিয়েছে এক ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশবাহিনী। এমন ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পরেই উত্তপ্ত ভাঙড়, ISF-TMC সংঘর্ষে আহত অনেকে

ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট থানার বাগান আইড গ্রামে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। দুপক্ষের কর্মী সমর্থকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এই ঘটনায় উভয় দল পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে। সবমিলিয়ে এদিনের সংঘর্ষে দুপক্ষের মোট ৭ জন আহত হয়েছেন।

আইএসএফের কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল দখল করার অভিযোগ তুলেছে। তবে তৃণমূলের অভিযোগ, বাড়ির মালিকের কাছে অনুমতি চেয়েই তারা দেওয়াল লিখন শুরু করেছিলেন। সেই সময় আইএসএফ কর্মী সমর্থকরা এসে তাদের বাধা দেয়। এরপরই আচমকা তাদের উপর চড়াও হয়। ঘটনায় তাদের দলের বেশ কয়েকজন আহত হয়েছেন।

অন্যদিকে, আইএসএফের দাবি, দেওয়াল লিখনের জন্য তারা অনেক আগেই সেখানে চুন দিয়ে রেখেছিলেন। এমনকী তার পাশে আইএসএফ লেখাও ছিল। কিন্তু, তৃণমূল কর্মীরা সেই লেখা মুছে দিয়ে তাদের প্রার্থীর নামে দেওয়াল লিখন শুরু করে দেয়। তা নিয়ে আপত্তি জানালে তৃণমূল কর্মীরা তাদের উপর ছড়াও হয়। 

আইএসএফের এক কর্মী জানান, দেওয়াল লিখনে সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে। তারা তৃণমূলের জন্য জায়গা ছেড়ে পরে দেওয়াল লিখনের জন্য চুন দিয়ে রেখেছিলেন। সেকথা তৃণমূল কর্মীদের বলা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আইএসএফ লেখা মুছে দিয়ে তৃণমূলের কর্মীরা লিখন শুরু করে। এই ঘটনায় এক আইএসএফ কর্মীর মাথা ফেটেছে। এছাড়াও নিজামুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী হাসপাতালে ভরতি রয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মারধরের ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আপাতত পুলিশ মোতায়ন রয়েছে।