Viral Video of US Bridge Collapse: মার্কিন মুলুকে ভয়াবহ কাণ্ড, জাহাজের ধাক্কায় নদীতে ভেঙে পড়ল ব্রিজ, ভাইরাল ভিডিয়ো

আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। প্যাটাপস্কো নদীর ওপরে থাকা ‘ফ্র্যান্সিস স্কট কি’ সেতুতে জাহাজের ধাক্কা লাগায় সেটি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ল। স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় ব্রিজের ওপরে বেশ কয়েকটি গাড়ি ছিল। সেই গাড়িগুলি নদীতে পড়ে যায় বলে জানা গিয়েছে। এই আবহে অনেক প্রাণহানীর আশঙ্কা করা হচ্ছে। এদিকে রিপোর্ট অনুযায়ী, ভেঙে পড়া সেতুটি ১.৬ মাইল দীর্ঘ। সেতুটি ৮ লেনের। এই আবহে দুর্ঘটনার সময় ঠিক কতগুলি গাড়ি সেই সেতুর ওপরে ছিল, তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে বাল্টিমোর শহরের দমকল বিভাগ দাবি করেছে, অন্তত ৭ জন এই সংঘর্ষের জেরে নদীতে পড়ে গিয়েছেন। (আরও পড়ুন: পাসপোর্ট বিধি ও নাগরিকত্ব আইনে ‘সংঘাত’ লাগলে কোনটি প্রাধান্য পাবে? যা বলল আদালত)

আরও পড়ুন: ফেলনা নয় আবর্জনা, ১২০ কোটিতে ৩টি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি হবে কলকাতার আশেপাশে

রিপোর্ট অনুযায়ী, জাহাজটি বাল্টিমোর বন্দর থেকে বের হচ্ছিল একটি জাহাজ। সেই সময় সেটি সেতুতে ধাক্কা মারে। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, জাহাজটি ‘ফ্র্যান্সিস স্কট কি’ সেতুর ভিতে ধাক্কা মেরেছে। সংঘর্ষের সময় আগুনও দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। তারপরই বেশ কয়েক টুকরো হয়ে তাসের ঘরের মতো সেতুটি ভেঙে পড়ে নদীর জলে। বাল্টিমোর বন্দরের বাইরের ক্রসিং এবং ইন্টারস্টেট-৬৯৫ রোড বা বাল্টিমোর বেল্টওয়েতে যেতে এই সেতু ধরেই যেতে হয় গাড়িগুলিকে। ১৯৭৭ সালে এই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছিল। (আরও পড়ুন: বঙ্গোপসাগরের বালুতটে আদানির পদচিহ্ন, ৩৩৫০ কোটিতে কিনলেন বন্দর)

আরও পড়ুন: ২০২৫ সালের মধ্যে ‘ন্যূনতম মজুরি’ তুলে দেবে কেন্দ্র, ঢেলে সাজবে বেতন কাঠামো?

এদিকে দুর্ঘটনার জেরে বাল্টিমোর শহরে যানচলাচল ব্যাহত হয়েছে। এদিকে প্যাটাপস্কো নদীতে চলা সমস্ত জাহাজ এবং স্টিমারকেও অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে দমকল বিভাগের পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে মার্কিন কোস্ট গার্ড। বাল্টিমোর দমকল বিভাগের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেছেন, ‘ডুবুরি এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। নদীতে পড়ে যাওয়া গাড়িগুলিকে চিহ্নিত করে তাতে থাকা মানুষজনকে উদ্ধারের চেষ্টা চলছে।’ এদিকে বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন এম স্কট এবং বাল্টিমোর কাউন্টির এক্সিকিউটিভ জনি ওলসেবস্কি জানিয়েছেন, জরুরি অবস্থায় উদ্ধারকাজ চলছে।