IPL 2024 Fastest 50 IPL Season 17 Travis Head Abhishek Sharma Fastest Fifty Sunrisers Hyderabad IPL history SRH vs MI

হায়দরাবাদ: বিধ্বংসী বললেও হয়তো কম বলা হয়। এক রামে রক্ষা নেই, সুগ্রিব দোসর। বুধবার নিজামের শহর হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে যেন সেভাবেই আবির্ভূত হলেন ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। সানরাইজার্স হায়দরাবাদের দুই ব্যাটারের শাসনে রেকর্ড ভেঙে চুরমার (SRH vs MI)।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি করেন হেড। যিনি ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের নায়ক। সেমিফাইনাল ও ফাইনালে একাই কার্যত প্রতিপক্ষ বোলিংকে দুমড়ে দিয়েছিলেন। হেডই বুধবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের দ্রুততম হাফসেঞ্চুরি করেন। ২০১৫ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের ২০ বলে হাফসেঞ্চুরিই ছিল হায়দরাবাদের হয়ে দ্রুততম। অবশ্য ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও ২০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। সেই জোড়া রেকর্ড ভেঙে দেন অস্ট্রেলিয়ারই হেড।

তবে হেডও হয়তো ভাবতে পারেননি যে, তাঁর রেকর্ড গড়ার রাতে সেই কীর্তিও ছাপিয়ে যাবেন এক সতীর্থ। অভিষেক শর্মা। যিনি ১৬ বলে হাফসেঞ্চুরি করেন। সেটাই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের দ্রুততম হাফসেঞ্চুরি হয়ে রইল।

তবে আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড রয়েছে যশস্বী জয়সওয়ালের। যিনি রাজস্থান রয়্যালসের জার্সিতে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গত আইপিএলে মাত্র ১৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। এছাড়া ১৪ বলে হাফসেঞ্চুরির রেকর্ড রয়েছে প্যাট কামিন্স ও কে এল রাহুলের। ইউসুফ পাঠান, সুনীল নারাইন ও নিকোলাস পুরানের ১৫ বলে হাফসেঞ্চুরি রয়েছে। ১৬ বলে হাফসেঞ্চুরি করে সুরেশ রায়না ও ঈশান কিষাণের সঙ্গে এক বন্ধনীতে ঢুকে পড়লেন অভিষেক শর্মা।

বিধ্বংসী ব্যাটিং করলেন হেনরিখ ক্লাসেন ও এইডেন মারক্রামও। ক্লাসেন ৩৪ বলে ৮০ রানে অপরাজিত রইলেন। ২৩ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। ২৮ বলে ৪২ রানে অপরাজিত রইলেন মারক্রাম। প্রথমে ব্যাট করে রেকর্ড ২৭৭/৩ তুলল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে এর আগে কোনও দলের এত রান ছিল না। ভেঙে গেল পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোরের তোলা ২৬৩/৫ রেকর্ড। সেটাই এতদিন ছিল আইপিএলে সর্বোচ্চ দলগত রান।              

আরও পড়ুন: ধোনিদের কাছে ম্যাচ হেরে ১২ লক্ষ টাকা জরিমানাও গুনতে হচ্ছে শুভমনকে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন