New NIA chief: NIAর নতুন প্রধান IPS সদানন্দ দাতে! ২৬/১১ এ হয়েছিলেন জঙ্গি কাসভের মুখোমুখি, কী ঘটেছিল সেই রাতে?

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র বর্তমান প্রধান পদে রয়েছেন সদানন্দ দাতে। কর্মসূত্রে তিনি বিভিন্ন পদে ছিলেন নিজের পেশাগত জীবনে। আর সেই পেশাগত কর্তব্যের খাতিরে ২৬/১১-এর মুম্বই হানায় জঙ্গি আজমাল কাসভের মুখোমুখি সদানন্দ দাতে। কেমন ছিল লস্কর তৈবার সেই জঙ্গিকে সামনে থেকে মোকাবিলা করার ঘটনা? দেখে নেওয়া যাক।

১০ লস্কর জঙ্গিকে নিয়ে জলপথে করাচি থেকে মুম্বই বন্দরে এসেছিল আবু ইসমাইলরা। দলে ছিল আজমাল কাসাব। মুম্বই শহরের সেই অভিশপ্ত দিন ছিল নভেম্বর মাসের ২৬ তারিখ, ২০০৮ সাল। ৪৮ ঘণ্টা শহরে রক্তলীলা চালায় জঙ্গিরা। মৃত শতাধিক, আহত ৩০০ এর বেশি। সেই সময় মুম্বইতে অ্যাডিশনাল কমিশনারের দায়িত্বে ছিলেন সদানন্দ দাতে। কামা আর আলবেস হাসপাতালের ছাদে কাসাব আর ইসমাইলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সেদিন ছিলেন সদান্দ দাতে। 

শহরে লস্কর জঙ্গিদের হানা। শুধু এই টুকু তথ্য শুনতেই নিজের বাসভবন ছেড়ে সোজা দক্ষিণ মুম্বইয়ের পুলিশ স্টেশনে ছোটেন সদানন্দ। বাকি পুলিশ অফিসারদের মতো স্টেশন থেকে কারবাইন বন্দুক হাতে তুলে ঘটনাস্থলের দিকে টিমের সঙ্গে রওনা হন তিনি। তাঁদের কাছে ততক্ষণে খবর ছিল, হাসপাতালের বিল্ডিং-এ হানা দিয়েছে জঙ্গিরা। রাত তখন ১১ টা। হাসপাতালের বিল্ডিংয়ের ছয় তলার পুলিশ টিম পৌঁছতে থাকে। জঙ্গিদের হাতে তখন একে ৫৬ রাইফেল, হ্যান্ড গ্রেনেড। দাতের পায়ের কাছে পড়েছিল গ্রেনেড। মুহূর্তে অচৈতন্য হয়ে যান তিনি। তাঁর চোখে, গলা,বুকে, হাঁটুতে তখন আঘাত। তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলার মধ্যেই সেখান থেকে পালায় জঙ্গিরা। 

আজাদ ময়দান পুলিশ স্টেশনের হেড কনস্টেবল মোহন শিন্ডে সেদিন ৪৫ মিনিট ধরে কাসাবদের সঙ্গে মুখোমুখি লড়াই করে, তাদের আটকে রাখার চেষ্টা চালিয়ে গিয়ছিলেন। শেষে তিনিও বুলেটের আঘাত পান। আশপাশে তখন তাঁর সহকর্মীরা লুটিয়ে পড়েছেন মৃত্যুর কোলে। হাসপাতাল চত্বর  ছাড়তেই ইসমাইল আর কাসাব ২০ মিনিটের মাথায় গুলি চালাতে শুরু করে। শহিদ হন পুলিশ অফিসার হেমন্ত কারকারে সহ বহু অফিসার।

১৯৬৬ সালের ১৪ ডিসেম্বর জন্ম সদান্দ দাতের। ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ১৯৯০ সালের ব্যাচ ছিল সদানন্দ দাতের। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব পালন সহ রাজ্য এবং জাতীয় উভয় পর্যায়েই তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি কমার্সে স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করেছেন এবং পুনে বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন। দাতে, একজন যোগ্য কস্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং হুবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামের অংশ হিসাবে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। অপরাধ বিষয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ পাঠ লাভ করেছেন। ভারতে প্রত্যাবর্তনের পর, তাকে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নিয়োজিত হন।