SRH vs MI: পয়েন্টের খাতা খোলার লক্ষ্যে হায়দরাবাদ ও মুম্বই, কখন, কোথায় দেখবেন দু দলের লড়াই?

<p style="text-align: justify;"><strong>হায়দরাবাদ:</strong> টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচে হারের মুখ দেখতে হয়েছে দুটো দলকেই। একটি দল একবার ও একটি দল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। এবারের মরশুমে দুটো দলই নতুন অধিনায়কের অধীনে খেলতে নেমেছে। আজ নিজেদের পয়েন্টের খাতা খোলার লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। বুধবারই ঘরের মাঠে প্রথম ম্য়াচ এবারের মরশুমে খেলতে নামছে প্যাট কামিন্সের সানরাইজার্স।</p>
<p><strong>কাদের ম্যাচ?</strong></p>
<p>আজ <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স</p>
<div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle">
<div class="uk-text-center">
<div id="div-gpt-ad-6601185-5" class="ad-slot" data-google-query-id="CPvsirmU24MDFWgSgwMdevYGGA">
<div id="google_ads_iframe_/2599136/ABP_WEB/abp_web_as_inarticle_1x1_0__container__"><strong>কোথায় খেলা?</strong></div>
</div>
</div>
</div>
<p>ম্য়াচটি হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে</p>
<div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle">
<div class="uk-text-center">
<div id="div-gpt-ad-6601185-5" class="ad-slot">
<div><strong>কখন শুরু?</strong></div>
</div>
</div>
</div>
<p>ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ ৭টায় টস আয়োজিত হবে।</p>
<p><strong>কোথায় দেখবেন?</strong></p>
<p>ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।</p>
<p><strong>অনলাইন স্ট্রিমিং?</strong></p>
<p>টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।</p>
<p>নিজেদের প্রথম ম্য়াচে সানরাইজার্স <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>ের বিরুদ্ধে ম্য়াচে হেরে গিয়েছিল। কিন্তু সেই ম্য়াচে দুশোর ওপর রান তাড়া করে একটা সময় জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল তাঁরা। যার একমাত্র কারণ ছিল হেনরিক ক্লাসেনের ব্যাটিং। টি-টোয়েন্টি ক্রিকেট এই মুহূর্তে বিশ্বের অন্য়তম সেরা ব্যাটার ক্লাসেন। গত মরশুমে কমলা জার্সিধারীদের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার। ১৭৭ স্ট্রাইক রেটে ৪৪৮ রান করেছিলেন তিনি। ইডেনে এই মরশুমে নিজের প্রথম ম্য়াচেও ২৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন।&nbsp;</p>
<p class="ds-text-comfortable-m ds-my-4 ci-html-content">বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও ক্লাসেনের ব্যাট চললে কিন্তু চিন্তা বাড়বে <a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>র দলের। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে হারতে হয়েছে হার্দিককে। নিজে ব্যাট হাতে রান পাননি। এমনকী বল হাতে ইনিংসের প্রথম ওভার আক্রমণে এসে সমালোচনার শিকার হতে হয়েছে। তবে মুম্বই ইন্ডিয়ান্সের প্লাস পয়েন্ট পুরনো বুমরাকে পাওয়া। গত ম্য়াচে দলকে জেতাতে না পারলেও ৪ ওভারের স্পেলে ১৪ রান দিয়ে একাই তিন উইকেট তুলে নেন বুমরা।&nbsp;</p>
<p class="ds-text-comfortable-m ds-my-4 ci-html-content">এদিনের ম্য়াচে এইডেন মারক্রামের দিকেও নজর থাকবে। এসএটি-টোয়েন্টিতে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির সফল অধিনায়ক তিনি। আইপিএলে গত মরশুমেও হায়দরাবাদ শিবিরের নেতৃত্বে ছিলেন। কিন্তু এবার টুর্নামেন্ট শুরুর আগে প্যাট কামিন্সকে দলে এনে তাঁকে অধিনায়ক করে দেওয়া হয়। মারক্রাম ব্যাটে-বলে কতটা পারফর্ম করে এর জবাব দেন, তা দেখার।&nbsp;</p>
<p class="ds-text-comfortable-m ds-my-4 ci-html-content">খুব বড় কোনও অঘটন না হলে নিজেদের প্রথম ম্য়াচের একাদশই হয়ত ধরে রাখবে মুম্বই ও হায়দরাবাদ শিবির।&nbsp;</p>