Does Painless Tumour Cause Cancer Know Signs And Treatment From Expert In Bengali

কলকাতা: শরীরের নানা জায়গায় টিউমার। একটা টিউমার হাতে, তো অন্যটা কপালে। একটা কোমরে তো অন্যটা পেটের একদিকে। এমন নানা জায়গায় টিউমার হলে স্বাভাবিকভাবে চিন্তা হয়। ভয় হয় এটা কোনও বড়সড় রোগের লক্ষণ নয়তো ? কোন টিউমার দেখলে সত্যিই চিন্তার কারণ রয়েছে। আর কোনটায় ভয় পাওয়ার দরকার নেই, তা বোঝার উপায়ই বা কী ? এই নিয়েই এবিপি লাইভ বাংলার সঙ্গে বিস্তারিত কথা বললেন মণিপাল হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক মানস চক্রবর্তী। 

টিউমার মানেই ক্য়ানসার নয়

চিকিৎসকের কথায়, ‘টিউমার কথার অর্থ ফোলা বা swelling। প্রাচীন কালে প্রোটো ইনদো ইউরোপিয়ান (proto indo european language) ভাষায় tewh নামের একটি শব্দ থেকে টিউমার শব্দটি এসেছে। সাধারণ বাংলায় এর অর্থ ফোলা। এই ফোলা যে ক্যানসার হবে, তার কোনও অর্থ নেই। মশার কামড়ে ফোলাকে সেই হিসেবে টিউমার বলা যেতেই পারে। অনেকেই টিউমার দেখলে কিছুটা ভয় পেয়ে যান।ভাবেন, এই রে ! ক্যানসার ? কিন্তু ব্যাপারটা একেবারেই তেমন নয়। বরং কিছু পদ্ধতি মেনে চললে এই ভয়টা কাটিয়ে ফেলা সম্ভব। তাঁর আগে জেনে রাখা ভাল এই টিউমার কেন হয়।’

টিউমারের রকমসকম

শরীরের বিভিন্ন জায়গায় টিউমার হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে। ক্যানসার ছাড়াও নানা কারণ রয়েছে। সেই অনুযায়ী তাদের নাম। তার মধ্যে কয়েকটি প্রধান টিউমার নিয়ে আলোচনা করলেন চিকিৎসক মানস চক্রবর্তী

নিউরো ফাইব্রোমা – হাতে একধরনের টিউমার হয়। এগুলি স্নায়ুর সমস্যার কারণে হয়। সাধারণত এই টিউমারগুলি আকারে ছোট ও সংখ্যায় বেশি হয়। এগুলি অনেক ক্ষেত্রে বংশানুক্রমিক হতে পারে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সমস্যা থেকে এই ধরনের টিউমার দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এর থেকে ক্যানসার হয় না 

লাইপোমা – আবার কপালে অনেকের টিউমার দেখা যায়, একে লাইপোমা বলা হয়। এগুলিও বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সারাস হয় না। ফ্যাট কোষ জমে এই ধরনের টিউমার হয় যা ক্যানসার নয়।

পিঠে টিউমার – একইভাবে কিছু সময় পিঠে এরকম ফোলা দেখা যায়। যেগুলি ফ্যাট কোশ জমেই তৈরি হয়। যা ক্যানসার নয়।

গলার টিউমার –  গলায় অনেক সময় টিউমার দেখা যায়। এটি কিছু ক্ষেত্রে ক্যানসার হলেও হতে পারে। তবে তার সঙ্গে আরও বেশ কিছু উপসর্গ দেখা যায়। যেমন গলার স্বর পাল্টে যাওয়া।

লিম্ফ নোড ফুলে টিউমার – লিম্ফ গ্রন্থি শরীরের বিভিন্ন ভাঁজে যেমন হাঁটুর পিছনে, কুচকিতে, গলার মধ্যে জিভের সংযোগস্থলে, বগলে এটি থাকে। লিম্ফ গ্রন্থি দুই কারণে ফুলতে পারে। এক সংক্রমণ, আরেক অন্য় ধরনের রোগ। সংক্রমণ হলে ব্যথা হয়। পরে তা ঠিক হয়ে যায়। কিন্তু ব্যথাহীন ফোলা বা টিউমার হলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। তবে এই টিউমার ক্যানসার হবেই, তার মানে নেই।

কী ধরনের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা ?

  • টিউমারের ধরন দেখে তবেই এর চিকিৎসা করা হয়। টিউমার শরীরের কোথায় হয়েছে, কতটা বড়, ব্যথা আছে কি না, পুঁজ বেরোচ্ছে কি না তা দেখা হয়। এর পর একই সঙ্গে দেখা হয়, শরীরে আর কোনও লক্ষণ রয়েছে কি না। কিছু সময় একটি নির্দিষ্ট রোগের লক্ষণ হিসেবে দেখা দেয় টিউমার। সেই রোগটির আরও বেশ কিছু লক্ষণ শরীরে ফুটে উঠতে পারে। সবকটি লক্ষণ খতিয়ে দেখে তবেই চিকিৎসা করা হয়। 
  • সব খতিয়ে দেখার পর যদি দেখা যায়, আদৌ কোনও চিন্তার কারণ নেই, তবেই চিকিৎসক রোগীকে নিশ্চিন্ত থাকতে বলেন। নয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়। 
  • তবে ইন্টারনেট সার্চ করে নিশ্চিন্ত হওয়ার প্রবণতাও ঠিক নয় বলেই জানাচ্ছেন চিকিৎসক। কারণ অনেক সময় গলার থাইরয়েড গ্রন্থি ফুলেও টিউমার হয়। যা ক্যানসার হতেও পারে আবার নাও হতে পারে। গোটাটাই ধরা পড়বে পরীক্ষায়।
  • ক্যানসার কি না নিশ্চিত হতে চিকিৎসক বেশ কিছু পরীক্ষা দেন। কী ধরনের টিউমার আর চিকিৎসক কী সন্দেহ করছেন তার ভিত্তিতে এই পরীক্ষা নিরীক্ষাগুলি দেওয়া হয় বলে জানালেন চিকিৎসক মানস চক্রবর্তী। 
  • সেক্ষেত্রে আলট্রাসাউন্ড পরীক্ষা, MRI, CT Scan ইত্যাদি করতে দিতে পারেন চিকিৎসক। এছাড়াও, ক্যানসার হয়েছে কি না তা জানতে হলে অনেকসময় FNAC টেস্ট করেন চিকিৎসকরা। এটি সূঁচ ফুটিয়ে পরীক্ষা করা হয়। 
  • তবে ক্যানসার ধরার জন্য সেরা পরীক্ষা বর্তমানে Core Biopsy টেস্ট। FNAC টেস্টের থেকেও ওই পরীক্ষা আরও ভাল করে ক্যানসার কোশ শনাক্ত করা যায়। পাশাপাশি ক্য়ানসারেের সম্ভাবনা আছে কি না তা ধরা পড়ে। তবে এটি করতে হলে অবশ্যই ভাল চিকিৎসকের তত্ত্বাবধানে করতে হবে। কারণ অনেকসময় ভুল চিকিৎসার কারণে পরীক্ষায় ফাঁক থেকে যায়। 
  • তবে সবশেষে চিকিৎসক মনে করিয়ে দিচ্ছেন, টিউমার মানেই আতঙ্ক নয়। এর জন্য় চিন্তা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভাল। এতেই সঠিক শনাক্তকরণ হয়ে যায়।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন – Health News: টানা ১০ বছর পোলিওমুক্ত ভারত ! এই বিরাট সাফল্যের কী রহস্য ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন