বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

ইডির ওপর হামলার মামলায় তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানকে ১২ দিনের জন্য জেল হেফাজতে পাঠাল বসিরহাট আদালত। এদিন সিবিআই হেফাজতের মেয়াদ শেষে শাহজাহানকে আর নিজেদের হেফাজতে চাননি তাদের আইনজীবী। তবে শাহজাহানের জামিনের আবেদনের বিরোধিতা করে তারা। এদিন আদালতে সিবিআই জানায়, গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের নির্দেশেই যে ইডি আধিকারিকদের ওপরে হামলা হয়েছে তার অকাট্য প্রমাণ রয়েছে তাদের হাতে।

এদিন আদালতে একটি সিডি পেশ করে সিবিআই। এর পর সিবিআইয়ের আইনজীবী বলেন গত ৫ জানুয়ারি সকালে ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়িতে যখন গিয়েছিলেন তখন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। ইডি পৌঁছনোর পর ৩ মিনিটে ২৮টি ফোন করেন শেখ শাহজাহান। সেই ফোন কলের তালিকা তাদের হাতে রয়েছে। সেই তালিকা অনুসারে ফোন কল গিয়েছিল, জিয়াউদ্দিন মোল্লা, দিলদার বক্স মোল্লার কাছে। তাদের মাধ্যমে দুষ্কৃতীদের জড়ো করে পরিকল্পনামাফিক হামলা চালিয়েছিলেন শাহজাহান।

এদিন সুকোমল সরদার ও মেহেবুর মোল্লাকেও আদালতে পেশ করে পুলিশ। এদেরও ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এছাড়া এদের গোপন জবানবন্দি নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে।

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার পরে একই দাবি করেছিলেন ইডির তদন্তকারীরাও। জানিয়েছিলেন, বাড়িতে বসেই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন শেখ শাহজাহান। এমনকী সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদারও জানিয়েছিলেন ঘটনার সময় শাহজাহান বাড়িতে ছিলেন। এমনকী পলাতক থাকার সময়ও তিনি সন্দেশখালির মধ্যেই ছিলেন বলে দাবি করেছিলেন তিনি। এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবীর কথায় তাঁর ২টি দাবিই মিলে গেল।