IPL 2024 RR vs DC Innings Highlights Rajasthan Royals gave target of runs against Delhi Capitals

জয়পুর: অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু প্রথম ম্যাচে জিতে মাঠ ছাড়তে পারেননি। বরং প্রত্যাবর্তনের মঞ্চে পরাজয়ের তিক্ত স্মৃতি বয়ে বেড়াতে হয়েছে ঋষভ পন্থকে।

চলতি আইপিএলে (IPL 2024) নিজেদের দ্বিতীয় ম্যাচে কি অবশেষে জয়ের সরণিতে ফিরবে দিল্লি ক্যাপিটালস? অধিনায়ক পন্থের ঝুলিতে কি আসবে দুই পয়েন্ট? 

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে অন্তত নজর কেড়ে নিলেন দিল্লি ক্যাপিটালসের (RR vs DC) বোলাররা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন রাজস্থান ব্যাটাররা। বিশেষ করে সঞ্জু স্যামসন। ৫২ বলে অপরাজিত ৮২ রান করে স্যামসনই হয়েছিলেন ম্যাচের সেরা ক্রিকেটার।

বৃহস্পতিবার ঘরের মাঠে অবশ্য চলল না সঞ্জুর ব্যাটের শাসন। ১৪ বলে মাত্র ১৫ রান করে ফিরলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক। যে ম্যাচকে বলা হচ্ছিল দুই উইকেটকিপার অধিনায়কের প্রমাণ করার মঞ্চ। প্রথম দফায় অন্তত এগিয়ে পন্থই।

অধিনায়কের ব্যর্থতার দিনে ব্যাটে নজর কাড়তে ব্যর্থ স্বপ্নের ছন্দে থাকা যশস্বী জয়সওয়ালও। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে অবিশ্বাস্য ফর্মে ছিলেন যশস্বী। সাতশো রান করে স্পর্শ করেছিলেন সুনীল গাওস্করের রেকর্ড। আইপিএলের প্রথম ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে বড় রান না পেলেও, ১২ বলে ২৪ রানের ইনিংসে ছিল ঝড়ের ইঙ্গিত। বৃহস্পতিবার অবশ্য ৭ বলে মাত্র ৫ রান করে ফিরলেন। বাংলার মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে গেলেন যশস্বী। যেভাবে ব্য়াট ও প্যাডের মধ্যে দিয়ে বল গলে গিয়ে তাঁর স্টাম্প ভেঙে দিল, রিপ্লে দেখলে রাতে ঘুম হবে না মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা যশস্বীর।

দিল্লির আঁটসাঁট বোলিংয়ের বিরুদ্ধে রান পাননি জশ বাটলারও। ১৬ বলে মাত্র ১১ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন আর অশ্বিন। তামিলনাড়ুর অফস্পিনার চালিয়ে খেলে ১৯ বলে ২৯ রান করেন। একটা সময় ৯০/৪ হয়ে যাওয়া দলের হয়ে ব্যাট হাতে পাল্টা লড়াই করেন রিয়ান পরাগ। মুকেশকে ছক্কা মেরে মাত্র ৩৪ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪৫ বলে ৮৪ রানে অপরাজিত রইলেন তিনি। ২০ ওভারে রাজস্থান তুলল ১৮৫/৫।

আরও পড়ুন: ২০ বছর পর পর্দায় ফের একসঙ্গে সৌরভ-ডোনা, স্ত্রীকে কী চমক দিলেন দাদা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন