Viral Holi Video: যুবকের স্কুটারে বসে ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা টাকার জরিমানা

হোলির আবেগে ভেসে গিয়েছিলেন দু’জনে। দিল্লি মেট্রোর পর প্রকাশ্য রাস্তায় ঘনিষ্ঠ রং খেলায় মেতে উঠেছিলেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল ভিডিয়োও। বিখ্যাত হয়েছিলেন রাতারাতি। আর এই ভাইরাল নিয়তিই তাঁদের আইনি চাপে ফেলে দিয়েছে এবার।

ভাইরাল গার্ল প্রীতি এবং বিনিতা, প্রীতি উত্তরাখণ্ডের বাসিন্দা, বিনীতা থাকেন নয়ডায়। নয়ডা পুলিশ তাঁদের বিরুদ্ধে একটি প্রথম এফআইআর দায়ের করেছে। এমনকি তাঁরা যে যুবকের স্কুটারে বসে রং মাখামাখি করছিলেন, সেই স্কুটার মালিক পীযূষকেও নাকি মোট ৮০,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

  • তাহলে প্রীতি, বিনীতা ও পীযূষ কারা

প্রীতি উত্তরাখণ্ডের বাসিন্দা এবং দিল্লিতে বসবাস করছেন, বিনীতা নয়ডায় থাকেন এবং পীযূষ দিল্লিতে থাকেন। কয়েক মাস ধরেই তাঁরা একসঙ্গে কন্টেন্ট বানাচ্ছেন। যাইহোক, সাম্প্রতিক হোলি-থিমযুক্ত ভিডিয়োগুলি তাঁদের গুরুতর সমস্যায় ফেলেছে। আজ তকের সঙ্গে একটি কথোপকথনে, তিনজন বলেছিলেন যে তাঁদের কাছে নয়ডা ট্র্যাফিক পুলিশ কর্তৃক আরোপিত জরিমানা দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ ছিল না। তাঁরা তাঁদের ভুল স্বীকার করে মোটা জরিমানা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাঁরা এও স্পষ্ট করেছেন যে তাঁদের উদ্দেশ্য স্টান্ট করা নয় বরং ইনস্টাগ্রাম রিল তৈরি করা। বিনীতা দুই বছরেরও বেশি সময় ধরে রিল তৈরি করছেন।

এ প্রসঙ্গে বিনীতা বলেছিলেন, ‘আমরা শুধু রিল বানাচ্ছিলাম। আমি সবার কাছে ক্ষমা চাইছি কারণ এত টাকা আমি নিজে দিতে পারব না। এত টাকা কোথা থেকে পাব? দয়া করে আমাকে একটু সাহায্য করুন, কিছুটা অন্তত কমিয়ে দিন। যেহেতু আমার উদ্দেশ্য কাউকে আঘাত করা ছিল না।’ বিনীতা আরও যোগ করেছেন, ‘আমরা হোলি উদযাপন করার জন্য ভিডিয়োটি তৈরি করেছি, তবে এটি এমন নয় যে আমরা জনসাধারণকে কিছু ভুল দেখাতে চেয়েছিলাম। এমন কিছুই নেই।’ ওদিকে প্রীতি শেয়ার করেছেন যে তিনি শুধুমাত্র ভিডিয়ো করার জন্যই দিল্লিতে থাকেন এবং তাঁর বেশিরভাগ ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি তাঁর পরিবারের মধ্যে আর্থিক অস্থিরতারও উল্লেখ করেছেন।

আর পীযূষ এই দু’জনকে রিল শ্যুট করতে সাহায্য করেন এবং কয়েকটি ভিডিয়োতে অভিনয়ও করেন। তিনি শুধুমাত্র দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। সাধারণ একটি কাজ করে মাসে ৬,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা পর্যন্ত উপার্জন করেন এবং রিল তৈরি করেন।

  • ভাইরাল ভিডিয়োগুলো দেখুন এখানে

হোলিতে বেশ কিছু ভিডিয়ো বানিয়ে ছিলেন তিনজন। একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল প্রীতি এবং বিনীতা পীযূষের সঙ্গে পিলিয়নে চড়ছেন। একে অপরের মুখোমুখি বসে হোলি খেলছেন।’গোলিওঁ কি রাসলীলা রাম লীলা ‘ ছবির ‘অঙ্গ লাগা দে’ গানটি ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে। অন্য আরও একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল যে প্রীতি একটি চলন্ত স্কুটারে বসে স্টান্ট করছেন, যার ফলে পীযূষ ব্রেক লাগাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। তৃতীয় ভিডিয়োটি আবার দেখিয়েছিল যে প্রীতি এবং বিনীতা দিল্লি মেট্রোর ভিতরে বসে একে অপরের গায়ে রং লাগিয়ে দিচ্ছেন। এই ভিডিয়োটিরও ব্যাকগ্রাউন্ডে ‘গোলিওঁ কি রাসলীলা রাম লীলা’ ছবির গানটি বাজছে।

শেষ পর্যন্ত এই ইনস্টাগ্রামারদের কত টাকা জরিমানা দিতে হবে, সেই দিকেই নজর থাকবে। তবে যেভাবে তাদের রিল ভাইরাল হয়েছিল, পুলিশ তাদের ওপর দয়া দেখাবে, তেমন সম্ভাবনা কার্যত খুবই কম।