Viral video: একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে

কর্মফল জবাব দেবেই! ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ – এই প্রবাদেরই প্রমাণ মিলেছে আবারও। লোভে পড়ে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে বিপাকে চোর। ভিডিয়ো ক্লিপে ধরা পড়েছে প্রতিটি মুহূর্ত। যা দেখলে হয়ত আপনিও আতঁকে উঠতে পারেন।

রেলওয়ে স্টেশনগুলির মতো পাবলিক স্পেসগুলিও প্রায়শই জনসাধারণকে চোর এবং পকেটমারদের থেকে সাবধানতা বজায় রাখতে সতর্ক করে। সম্প্রতি, একটি ভাইরাল ভিডিয়ো চলন্ত ট্রেনে চোরদের কারণে বিপদে পড়ার বিষয়টিকে হাইলাইট করেছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে যে একজন চোর একজন বয়স্ক মহিলার গলার হার ডাকাতির চেষ্টা করছিল। তারপরেই আসে টুইস্ট। তা কী এমন হল তাঁর সঙ্গে। অবাক কাণ্ড ভাইরাল ভিডিয়োতে।

  • চলন্ত ট্রেনের ভিডিয়োতে মহিলার হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চোরের, তারপর…..

এক্স-এ শেয়ার করা ভিডিয়োটি ক্যাপশন সহ পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা ছিল ‘ট্রেনে ভ্রমণ করার সময়, সাবধানে থাকুন।’ এতে দেখা গিয়েছে একটি চলন্ত ট্রেনের দরজার কাছে একজন লোক দাঁড়িয়ে ছিলেন। কয়েক মিনিট পর দুই বয়স্ক মহিলাকে এক বগি থেকে অন্য বগিতে হেঁটে যেতে দেখা যাচ্ছিল। ঠিক তখনই লোকটি দ্রুত একজন বয়স্ক মহিলার কাছে পৌঁছে গিয়েছিলেন, তাঁর চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টায়। ট্রেনটি যেহেতু দ্রুত গতিতে চলছিল ওই লোকটি তাল সামলাতে না পেরে টানাটানি করার সময় সরাসরি ট্রেন থেকে নীচে পড়ে গিয়েছিলেন। তবে মহিলারা নিরাপদে ছিলেন। এটাকেই বলা হচ্ছে কর্মা। লোভে পাপ পাপে মৃত্যু।

  • ভাইরাল ভিডিয়ো দেখে কী বলছেন নেটিজেনরা

ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই দুই দশমিক পাঁচ মিলিয়নেরও বেশি মানুষের নজর টেনেছে এটি। অনেকেই এটা নিয়ে মন্তব্য করেছেন এবং বলেছেন যে তারা মনে করেন ট্রেনের ভিতরে এই ধরনের ঘটনা রীতিমত অস্বাভাবিক। হতেই পারে না।

একজন লিখেছেন, ‘অপ্রত্যাশিত। এখন আরও সতর্ক থাকতে হবে। চলন্ত ট্রেনেও যে এই জিনিসগুলো হতে পারে জানতাম না।’ দ্বিতীয় ব্যক্তি মন্তব্য করেছেন, ‘প্রত্যেক ট্রেনের কামরায়ই কি একজন করে পুলিশ থাকা উচিত নয়? ভারতের ট্রেনের এই ভীতিকর অভিজ্ঞতা তাহলে তো কিছুটা হলেও কমতে পারে।’ অন্যজনের দাবি, ‘স্টেশনে শুধুমাত্র ভ্রমণকারীদের ছাড়া আর কাউকেই ঢুকতে দেওয়া উচিত নয়।’ তৃতীয় একজন আবার লিখেছেন, ‘দেখতে কিন্তু একেবারেই চোরের মতো নয়, আচরণটা চোরের মতো।’ আরও একজন নেটিজেন বলেছেন, ‘সতর্ক না হলে দুর্ঘটনা ঘটবে।’ অন্যজন সতর্ক করে বলেছেন, ‘সর্বদা আপনার জিনিসপত্র সুরক্ষিত রাখুন এবং আপনার চারপাশ সম্পর্কে সচেতন থাকুন। ভ্রমণের সময় সতর্কতাই আসল চাবিকাঠি।’ কেউ কেউ আবার জিজ্ঞাসা করেছেন, ‘ভারতীয় ট্রেনে কবে থেকে সিসিটিভি লাগানো হয়েছে?’