IPL 2024 Virat Kohli gifts his bat to Rinku Singh in a heart warming gesture after RCB vs KKR match at Chinnaswamy

বেঙ্গালুরু: দারুণ ইনিংস খেলেও মাথা নীচু করে মাঠ ছাড়তে হয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। কারণ, তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের (KKR) কাছে হেরে গিয়েছে। তবু মাঠে ও মাঠের বাইরে এমন দুই দৃশ্য দেখা গেল, যা যারপরনাই খুশি করেছে ক্রিকেটপ্রেমীদের।

দৃশ্য এক, পুরনো বিবাদ মিটিয়ে কোলাকুলি করেছেন কোহলি ও গৌতম গম্ভীর (Kohli Hugs Gambhir)। যিনি এখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। 

দৃশ্য দুই, ম্যাচের পর কেকেআরের তারকা রিঙ্কু সিংহকে (Rinku Singh) নিজের ব্যাট উপহার দিয়েছেন কিংগ কোহলি। যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে শাহরুখ খান-জুহি চাওলার দল।

বিরাটের সঙ্গে কেকেআরের সখ্যতা বরাবরই রয়েছে। শাহরুখ খান নিজে বিরাটকে পছন্দ করেন। গত আইপিএলে ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম আরসিবি ম্যাচের পর মাঠের মধ্যে বিরাটকে নিয়ে ঝুমে জো পাঠান গানের তালে নেচেছিলেন বাজিগর। শোনা যায়, বিরাট ও অনুষ্কা শর্মার বিচ্ছেদও রুখেছিলেন শাহরুখ। তাঁর মধ্যস্থতাতেই নাকি বিরাট ও অনুষ্কার সম্পর্ক টিকে যায়।

সেই কোহলি শাহরুখের দলের অন্যতম সেরা মুখ রিঙ্কুকে উপহার দিলেন ব্যাট। সেখানে তখন কোথায় ৭ উইকেটে ম্যাচ হারার তিক্ততা? বরং সৌজন্যের নতুন উদাহরণ তৈরি করলেন দুই শিবিরের দুই সেনাপতি।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআর কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ২০১৪ সালে এই মাঠেই ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ২০১৫ সাল থেকে টানা ৬ ম্যাচে চিন্নাস্বামীতে আরসিবি-কে হারাল কেকেআর। শুক্রবার ম্যাচ শেষ হওয়ার পর কোহলি তাঁর একটি ব্যাট রিঙ্কুকে উপহার দেন। যা হয়তো উত্তর প্রদেশের তরুণের কাছে মহার্ঘ স্মৃতি হয়ে থেকে যাবে।

 

আইপিএলে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও, ভারতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা গিয়েছে বিরাট ও রিঙ্কুকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলেও দেখা যেতে পারে দুজনকে। একসঙ্গে। মেন ইন ব্লু জার্সিতে। মাঠে শুক্রবার তাঁরা প্রতিপক্ষ থাকলেও, মাঠের বাইরে বিরাটের ভক্ত রিঙ্কু। ম্যাচের পর একে অপরকে আলিঙ্গন করেন রিঙ্কু ও বিরাট। 

আরও পড়ুন: মাঠেই গম্ভীরকে জড়িয়ে ধরলেন কোহলি, মধুরেণ সমাপয়েৎ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও দেখুন