Visva Bharati Molestation: একসঙ্গে রাত না কাটালে ফেল করানোর হুমকি, অভিযুক্ত বিশ্বভারতীর উর্দুর অধ্যাপক

পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়ে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল বিশ্বভারতীর এক অধ্যাপকের বিরুদ্ধে। আবদুল্লা মোল্লা নামে উর্দু, আরবি, পারসিক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি অধ্যাপক আবদুল্লা মোল্লার বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বিভাগেরই ৩ ছাত্রী। অভিযোগপত্রে তাঁরা উল্লেখ করেছেন, শারীরিক ও মানসিক নিগ্রহ ছাড়াও হোয়াটসঅ্যাপে তাঁদের কুপ্রস্তাব দিয়েছেন আবদুল্লা মোল্লা।

আরও পড়ুন: বেলেঘাটা মেট্রো নিয়ে অসন্তোষ প্রকাশ CRS-র! ‘পরীক্ষায় ফেলের জন্য’ দুষল পুলিশকে

ছাত্রীদের অভিযোগ, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীদের শারীরিক ও মানসিক হেনস্থা করেন আবদুল্লা মোল্লা। ছাত্রীদের অশালীনভাবে স্পর্শ করেন তিনি। তাঁর সঙ্গে রাত্রিযাপন না করলে গোটা জীবন কষ্ট পেতে হবে বলে হুমকি দেন। গভীর রাতে ছাত্রীদের অশালীন মেসেজ করেন তিনি। মেসেজের জবাব না দিলে ফেল করানোর হুমকি দেন।

এই মর্মে শুক্রবার বিশ্বভারতীর ইন্টারন্যশনাল কমপ্লেইন কমিটির কাছে অভিযোগ করেন ৩ ছাত্রী। শনিবার শান্তিনিকেতন থানায় অভিযোগ করেন তাঁরা।

অভিযোগপত্রে এক ছাত্রী লিখেছেন, গত ২৯ জানুয়ারি তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন ওই অধ্যাপক একং কুইঙ্গিত দেন। তাঁকে হোয়াটসঅ্যাপে ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন কুপ্রস্তাব দেন তিনি। একই ঘটনা ঘটেছে তাঁর ২ সহপাঠীর সঙ্গেও।

আরও পড়ুন: ‘তোমার বিচার হায় হায়’ বিজেপি প্রার্থী অভিজিতের বিরুদ্ধে ব্যানার মেদিনীপুরে

অভিযোগ গ্রহণ করলেও আবদুল্লা মোল্লার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এব্যাপারে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযুক্ত অধ্যাপক জানিয়েছেন, ‘আমি কোনও ছাত্রীকে কোনও খারাপ মেসেজ করিনি। কারা এই অভিযোগ করেছে জানি না। আমি এত বছর ধরে বিশ্বভারতীতে পড়াচ্ছি। আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি।’