Mother Nature App: প্রশ্নের উত্তর দেবে, প্রযুক্তিও শেখাবে! ভারতীয় কৃষকদের জন্য বিশেষ অ্যাপ মার্কিন ছাত্রদের

কৃষকদের জন্য বড় খবর। আসছে বিশেষ অ্যাপ। এক ক্লিকেই যেখানে জেনে নেওয়া যাবে কৃষি সংক্রান্ত যেকোনও ধরনের তথ্য। ভারতীয় কৃষকদের মনের যত প্রশ্ন আসবে, সবেরই উত্তর থাকবে ওই অ্যাপটির কাছে। আমেরিকার নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির ড্রিমার্স অ্যান্ড ডেটা অর্গানাইজেশনের পড়ুয়ারা এই অ্যাপটি বানিয়েছেন। মাদার নেচার ড্রিমার্স অ্যান্ড ডেটা অর্গানাইজেশনের সহকর্মী সদস্যদের সহায়তায় এনসিএসিউতে একজন স্ট্যাটিস্টিক্সে স্নাতক শ্রীপাদ গান্তি এটা তৈরি করতে সহায়তা করেছেন। অ্যাপটির নাম রাখা হয়েছে, মাদার নেচার।

  • কীভাবে কাজ করবে মাদার নেচার অ্যাপ্লিকেশন

কৃষকদের বিভিন্নভাবে সাহায্য করার ক্ষেত্র সাহায্যের বড় হাত বাড়িয়ে দেবে এনসিএসিউর মাদার নেচার অ্যাপ্লিকেশনটি। মাদার নেচার এআই চ্যাটবট নিয়ে গঠিত। কৃষি তথ্যের উপর প্রশিক্ষিণ পেয়েছে মাদার নেচার।

১) ওপেন এআই এর এপিআই ব্যবহার করে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করাতে পারবে এই অ্যাপ্লিকেশন।

২) কৃষকদের আধুনিক কৌশল সম্পর্কে জ্ঞান প্রদান করবে। তাদের মনের যাবতীয় প্রশ্নের উত্তর দেবে।

৩) এছাড়াও এই অ্যাপ্লিকেশনের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, এটি আবহাওয়ার তথ্য দেবে কৃষকদের।

৪) এর পাশাপাশি ব্যবহারকারীর অবস্থানের উপর ভিত্তি করে কৃষি সম্পর্কিত সংবাদও দেবে।

৫) কৃষকরাও এখানে নিজেদের প্রোফাইল সেট আপ করতে পারেন এবং একে অপরকে বিভিন্ন বার্তা প্রেরণ করতে পারবেন।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রীপাদ গান্তি বলেছেন, আমাদের সংস্থার সম্পূর্ণ উদ্দেশ্য হল বাস্তব বিশ্বের সমস্যার সমাধান নিয়ে আসতে ডেটা সায়েন্সকে যথোপযুক্তভাবে ব্যবহার করা। আমাদের অনেকেরই আত্মীয়-স্বজন আছেন, যাঁরা কৃষক, বা পারিবারিক বন্ধু, এবং তাঁদের এমনতর সংগ্রামের মধ্য দিয়ে যেতে দেখা সত্যিই খুব কঠিন। তাই আমরা সমগ্র কৃষকদের সাহায্য করার জন্য বেশ কিছু অন্য রকমের হাতিয়ার তৈরি করতে চেয়েছিলাম। গান্তি আরও বলেছেন যে তাঁর এই অ্যাপটি বানানোর লক্ষ্য হল, সারা দেশের কৃষকদের এক সঙ্গে কাজ করতে সক্ষম করে তোলা। এবং কৃষক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বজায় রাখা।

  • কোথায় কোথায় ব্যবহার করা যাচ্ছে এই মাদার ন্যাচার অ্যাপ

এই মুহুর্তে, অ্যাপটি ভারতের তেলাঙ্গানা এবং অন্ধ্র অঞ্চলের কৃষকরা পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে ব্যবহার করছেন। তবে সংগঠনটি আশা রেখেছে যে মাদার ন্যাচার দেশের বাকি অংশে খুব শীঘ্রই ছড়িয়ে পড়বে। কৃষকের অধিকারের জন্য লড়াই তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে, আশা করা হচ্ছে যে ভারতের কৃষকদের সাহায্য করার জন্য এই জাতীয় আরও সমাধান সামনে আসতে চলেছে।