WB primary school timings during summer: সব প্রাথমিক স্কুলে হবে মর্নিং ক্লাস! কতক্ষণ চলবে? ভিন্ন সময় নিয়ে বিতর্কে ২ জেলা

আগামী তিন মাস সকালেই সমস্ত প্রাথমিক স্কুলের ক্লাস চলবে। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হল। কিন্তু বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে আলাদা যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী অভিযোগ করেছেন, কতক্ষণ প্রাথমিক স্কুলের ক্লাস চলবে, তা নিয়ে পৃথক সময়সীমা প্রকাশ করেছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। বাঁকুড়ার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে সকাল ৬ টা ৩০ মিনিট থেকে স্কুল শুরু হবে। আর ক্লাস চলবে সকাল ১০ টা ৩০ মিনিট পর্যন্ত। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সকাল ৬ টা ৩০ মিনিট থেকে স্কুল চালু হয়ে গেলে সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস চলবে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়গুলিতে ১ এপ্রিল থেকে মর্নিং স্কুল চালু করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বাঁকুড়া জেলায় বলা হয়েছে যে সকাল ৬ টা ৩০ মিনিট থেকে সকাল ১০ টা ৩০ মিনিট পর্যন্ত স্কুল চলবে। আর পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে বলা হয়েছে যে সকাল ৬ টা ৩০ মিনিট থেকে সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস হবে। জেলার প্রাথমিক শিক্ষা দফতরের এই খামখেয়ালিপনার কারণটা ঠিক কী, সেটা আমরা বুঝতে পারছি না। কেন এই অসঙ্গতি? আমরা এই অসংগতির প্রতিবাদ জানাচ্ছি এবং সংশোধনের দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন: Hailstorm and Rain Forecast in WB: ৩ জেলায় শিলাবৃষ্টি, উঠছে ঝড়, বৃষ্টি নামবে কলকাতায়, রবিতেও কোন কোন জেলায় হবে?

বাঁকুড়ার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি

১) সোমবার থেকে শুক্রবার: সকাল ৬ টা ৩০ মিনিট থেকে সকাল ১০ টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস চলবে। সকাল ৯ টা ১৫ মিনিট থেকে সকাল ৯ টা ৪০ মিনিট পর্যন্ত টিফিনের বিরতি দেওয়া হবে।

২) শনিবার: সকাল ৬ টা ৩০ মিনিট সকাল ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত ক্লাস হবে। টিফিন হবে না।

৩) ১ এপ্রিল থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সেই সময়সীমা মেনেই ক্লাস হবে।

আরও পড়ুন: Income tax exemption: ৩১ মার্চের মধ্যে এই ৪ জায়গায় লগ্নি করলে মিলবে আয়কর ছাড়! ট্যাক্সে যাবে না ১ টাকাও

পশ্চিমবঙ্গের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি

১) সোমবার থেকে শুক্রবার: সকাল ৬ টা ৩০ মিনিট থেকে সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস চলবে।

২) শনিবার: সকাল ৬ টা ৩০ মিনিট সকাল ৯ টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস হবে। 

৩) ১ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত সেই সময় মেনে ক্লাস নেওয়া হবে।

আরও পড়ুন: TCS freshers hiring 2024-25: ১১.৫ লাখের প্যাকেজ! ফ্রেশারদের চাকরি দিচ্ছে TCS, কতদিন সুযোগ? হবে প্রচুর নিয়োগ