IPL 2024: New Zealand quick Matt Henry replaces David Willey in Lucknow Super Giants squad get to know

লখনউ: আজই চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্য়াচে খেলতে নামবে লখনউ সুপারজায়ান্টস। তার আগে নতুন প্লেয়ারকে দলে নিল এই ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টে থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন ডেভিড উইলি। এবার তাঁর পরিবর্ত হিসেবে ম্য়াট হেনরিকে দলে নিল কে এল রাহুলের শিবির। নিলামে নিজের বেস প্রাইস ১ কোটি ২৫ লক্ষ টাকা রেখেছিলেন হেনরি। সেই মূল্যেই এবার লখনউ শিবিরে যোগ দিতে চলেছেন কিউয়ি পেসার। নিউজিল্যান্ডের জাতীয় দলের দীর্ঘদিনের সদস্য হেনরি। ২০১৯ বিশ্বকাপের রানার্স আপ ছিলেন তিনি। এছাড়া ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড দলের সদস্যও ছিলেন এই পেস বোলার। দেশের জার্সিতে এখনও পর্যন্ত ২৫টি টেস্ট খেলেছেন তিনি। ওয়ান ডে ম্য়াচ খেলেছেন ৮২টি ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের জার্সিতে খেলতে নেমেছেন।  

 


এর আগেও আইপিএলে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস দলের সদস্য ছিলেন হেনরি। এখনও পর্যন্ত মাত্র দুটো ম্য়াচেই আইপিএলে নেমেছেন। আর দুটোই পাঞ্জাব কিংসের হয়ে ২০১৭ সালে। চলতি মরশুমের আগেই লখনউ সুপারজায়ান্টস কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছিলেন যে ডেভিড উইলিকে পাওয়া যাবে না এই মরশুমে। ব্যক্তিগত কারণে তিনি নাম তুলে নিয়েছিলেন টুর্নামেন্ট থেকে। এর আগে মার্ক উডও সরে দাঁড়িয়েছিলেন। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে উডকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তাঁর বদলে দলে ঢুকে পড়েছিলেন শামার জোসেফ।

২০২২ সালে প্রথমবার আইপিএলে আত্মপ্রকাশ করে লখনউ সুপারজায়ান্টস।  এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একেবার তলানিতে রয়েছে লখনউ শিবির। যদিও একটি মাত্র ম্য়াচ খেলেছে তারা। কিন্তু অধিনায়ক কে এল রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। টপ অর্ডারে বা ওপেনিংয়ে যে মারমুখি ব্য়াটিং, তা দেখা যায়নি রাহুলের থেকে। সেক্ষেত্রে দেবদত্ত পড়িক্কলকে জায়গা ছেড়ে দিতে পারেন রাহুল। এছাড়াও ডি কক, স্টোইনিস, পুরানের মত তারকা প্লেয়ারদের আরও দায়িত্ব নিতেই হবে। 

আরও পড়ুন: টস করতে এলেন পুরাণ, পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং লখনউয়ের, ইম্প্যাক্ট প্লেয়ার কে এল রাহুল

আরও দেখুন