Wanindu Hasaranga IPL 2024 participation uncertain following Sri Lanka Cricket CEO statement

নয়াদিল্লি: বর্তমান বিশ্বের সেরা স্পিনারদের মধ্যে তাঁর নাম অবশ্যই থাকবে। তবে ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) আদৌ এ মরশুমের আইপিএলে (IPL 2024) খেলতে পারবেন কি না সেই নিয়ে রবিবার, ৩১ মার্চের পর প্রবল সংশয় তৈরি হয়ে গেল। নেপথ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভার (Ashley de Silva) মন্তব্য।

হাসারাঙ্গাকে দেড় কোটি টাকায় এ মরশুমে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। তিনি গোড়ালির সমস্যায় হালকা ভুগছেন। এখনও যোগ দেননি সানরাইজার্স শিবিরে। তাঁর ম্যানেজার অবশ্য জানিয়েছিলেন হাসারাঙ্গা অবশ্যই আইপিএলে অংশগ্রহণ করবেন। কিন্তু সেই মন্তব্যের থেকে সম্পূর্ণ ভিন্ন এক মন্তব্য করলেন শ্রীলঙ্কান সিইও। প্রথমে হাসারাঙ্গার চোট সারতে সপ্তাহখানেক লাগবে বলে মনে করা হলেও, ডি সিলভা জানান, তাঁর চোট সারতে প্রাথমিকভাবে যত সময় লাগবে বলে মনে করা হচ্ছিল, তার থেকে বেশি সময় লাগবে।

ডি সিলভা জানান, ‘ওর নিজের রিহ্যাব সম্পূর্ণ করার জন্য কিছুটা সময় লাগবে। পডিয়াট্রিস্টের পরামর্শ নিয়েছে ও। ওর গোড়ালিতে আঘাত রয়েছে, সেই অবস্থাতেই ইঞ্জেকশন নিয়ে এতদিন খেলছিল। বিশ্বকাপের আগে ও নিজের পায়ের এই সমস্যা দূর করতে আগ্রহী এবং সেই কারণেই আমাদের জানিয়েছে যে ও এবারের আইপিএলে অংশগ্রহণ করতে পারবে না।’ 

শ্রীলঙ্কার তারকা স্পিনার সম্প্রতি দ্বীপরাষ্ট্রের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ছয়টি সীমিত ওভারের ম্যাচ খেলেন। সেই ছয় ম্যাচে আটটি উইকেট নিয়েছিলেন তিনি। তবে প্রবল ব্যথা নিয়েই তিনি এই সিরিজ খেলেছিলেন। তবে হাসারাঙ্গার তরফে বা সানরাইজার্সের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তাই গোটা বিষয়টা ঘিরেই প্রশ্নচিহ্ন রয়েছে।

লখনউয়ে কিউয়ি তারকা

টুর্নামেন্টে থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন ডেভিড উইলি। এবার তাঁর পরিবর্ত হিসেবে ম্য়াট হেনরিকে দলে নিল কে এল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস শিবির। নিলামে নিজের বেস প্রাইস ১ কোটি ২৫ লক্ষ টাকা রেখেছিলেন হেনরি। সেই মূল্যেই এবার লখনউ শিবিরে যোগ দিতে চলেছেন কিউয়ি পেসার। নিউজিল্যান্ডের জাতীয় দলের দীর্ঘদিনের সদস্য হেনরি। ২০১৯ বিশ্বকাপের রানার্স আপ ছিলেন তিনি। এছাড়া ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড দলের সদস্যও ছিলেন এই পেস বোলার। দেশের জার্সিতে এখনও পর্যন্ত ২৫টি টেস্ট খেলেছেন তিনি। ওয়ান ডে ম্য়াচ খেলেছেন ৮২টি ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের জার্সিতে খেলতে নেমেছেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: পরিচয় লুকিয়ে খালি পকেটে অটোতে কেকেআর তারকা গুরবাজ়! কী হল তারপর?

আরও দেখুন