ইসরায়েলকে ‘দুঃসাহসিকতা’ থেকে বিরত রাখতে পাকিস্তানের আহ্বান

দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা সিরিয়ার সার্বভৌমত্বের ওপর একটি অগ্রহণযোগ্য লঙ্ঘন এবং এর স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করেছে। এক বিবৃতিতে এমনটা বলেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আলজাজিরা।

বিবৃতিতে বলা হয়, এই হামলা ‘ইতোমধ্যে এই অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধি’ হিসেবে চিহ্নিত করেছে। ‘ইসরায়েলকে এই অঞ্চলে তার দুঃসাহসিকতা থেকে বিরত রাখতে’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

হামলায় নিহত ব্যক্তিদের পরিবার, ইরানের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানিয়েছে পাকিস্তান।

এর আগে সোমবার (১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল।

ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে খবরে উল্লেখ করেছে সিরীয় ও ইরানি সংবাদমাধ্যম। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে, ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করতে পারে ইরান ও দেশটির মিত্ররা।

লেবাননের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে, বেশ কয়েকজন ইরানি কূটনীতিক নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ইরান-সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় অবরুদ্ধ গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী।

একই সঙ্গে সিরিয়ায় লেবাননের হিজবুল্লাহ যোদ্ধা ও ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) বিরুদ্ধেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই গোষ্ঠীগুলো প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সমর্থক।