Novak Djokovic creates new world record as number one singles player in ATP Rankings

লন্ডন: সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড এমনিই তাঁর ঝুলিতে। এবার ফের এক রেকর্ডের মালিক হলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। বর্তমান বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় জকোভিচ। নতুন প্রকাশিত এটিপি ব়্যাঙ্কিংয়েও (ATP Rankings) তিনি একেই রয়েছেন। এর সুবাদেই ভাঙল রজার ফেডেরারের রেকর্ড।

এতদিন পর্যন্ত রজার ফেডেরারই সবচেয়ে বেশি বয়সে এক নম্বর সিঙ্গেলস টেনিস তারকা হওয়ার কৃতিত্বের অধিকারী ছিলেন। এবার সেই রেকর্ড জকোভিচের দখলে চলে গেল। ৩৬ বছর ৩২১ দিনে এটিপি ব়্যাঙ্কিংয়ে একে সার্বিয়ান তারকা। জকোভিচের ফিটনেস, তাঁর ধারাবাহিকতা এবং লড়াকু মানসিকতা ঈর্ষণীয়। বয়সের গণ্ডি ৩০ পার করার পর তিনি যেন আরও ক্ষিপ্র হয়ে উঠেছেন। ৩০ বছরের পরেই জকোভিচ ৩১টি ট্যুর খেতাব জিতেছেন। রেকর্ড ২৪ স্ল্যামজয়ী তারকার ১২টি স্ল্যামই এসেছে তিনি ৩০-র গণ্ডি পার করার পর।

১৩ বছর আগে প্রথমবার বিশ্বের এক নম্বর টেনিস তারকা হয়েছিলেন জকোভিচ। এখনও তিনিই শীর্ষে। ৪১৯তম সপ্তাহ এটিপি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন জকোভিচ। এটিও সর্বকালীন রেকর্ড। এক্ষেত্রেও জকোভিচের পর দ্বিতীয় স্থানে রয়েছেন রজার ফেডেরার। সুইস কিংবদন্তি ৩১০ সপ্তাহ ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। জকোভিচের পাশাপাশি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন ভারতীয় তারকা রোহন বোপান্নাও। পুরুষদের ডাবলস ব়্যাঙ্কিংয়ের শীর্ষে তিনি।

বয়স ৪৪-র গণ্ডি পার করেছে। তবে এখনই থামার কোনওরকম কোনও ইঙ্গিত দিচ্ছেন না বোপান্না। বরং উত্তর উত্তর তাঁর খেলার মান আরও বাড়ছে। শনিবার ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে মায়ামি ওপেন জিতলেন বোপান্না। এক সেটে পিছিয়েও পরেও দুরন্ত কামব্যাক করে জয় এল ভারতীয়-অস্ট্রেলিয়ান জুটির ঝুলিতে। তাও আবার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন, ক্রোয়েশিয়ার ইভান ডডিচ এবং যুক্তরাষ্ট্রের অস্টিন ক্রাইসেকের জুটিকে হারিয়ে। ম্যাচের স্কোরলাইন ভারতীয়দের পক্ষে ৬-৭, ৬-৩, ১০-৬। বোপান্নার কেরিয়ারের ষষ্ঠ এটিপি ১০০০ মাস্টার্স খেতাব।

বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে সবথেকে বেশি বয়সে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের কৃতিত্ব নিজের নামে করেছিলেন বোপান্না। এবার তিনি সবথেকে বেশি বয়সে মাস্টার্স ১০০০ খেতাব জেতার রেকর্ড গড়লেন বোপান্না। অবশ্য এই রেকর্ড কিন্তু তাঁর দখলেই ছিল। গত বছরে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স জিতে এই নজির নিজের নামে করেছিলেন বোপান্না। এবার নিজের রেকর্ডই ভেঙে দিলেন ভারতীয় টেনিস তারকা।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: ঘরের মাঠে টসেই ক্ষোভের শিকার অধিনায়ক হার্দিক, দর্শকদের শান্ত করার প্রচেষ্টা মঞ্জরেকরের

আরও দেখুন