IMD told extreme heat in April-June will impact Central and western peninsular India

কলকাতা: এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তীব্র তাপপ্রবাহের শিকার হতে চলেছে ভারত। ভারতের বেশ কয়েকটি এলাকায় এই তিন মাস তীব্র তাপপ্রবাহ হবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের ডাইরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র এই দিন বলেন, স্বাভাবিকের থেকে বেশি উষ্ণতা পরিলক্ষিত হবে এই তিন মাসে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতের পশ্চিম দিকের সমুদ্র তীরবর্তী এলাকায়।

তাপপ্রবাহ কোথায় কোথায় ?

তাপপ্রবাহের জের দেখা যাবে মধ্য ভারতেও‌। মূলত সমতল এলাকাতে এই তাপপ্রবাহ হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১৯ এপ্রিল থেকে সারা ভারত জুড়ে শুরু হচ্ছে সাত দফার লোকসভা ভোট। এই সময় ভোটাররা রোদের মধ্যে ভোট দিতে যাবেন। এমনকি দীর্ঘক্ষণ লাইনেও দাঁড়িয়ে থাকতে হতে পারে। তাই তাদের কথা ভেবেই সোমবার ভারতীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি জারি করা হল। 

এ দিন আবহাওয়া দপ্তরের ডাইরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র সংবাদ মাধ্যমকে বলেন, স্বাভাবিকের থেকে বেশি উষ্ণতা এই বছর ভারতের অধিকাংশ জায়গাতেই দেখা যাবে‌। তবে মধ্য ভারত ও দক্ষিণ-পশ্চিম ভারতে হিটওয়েভের আশঙ্কা বেশি। তার কথায়, এই বছর স্বাভাবিকের থেকে বেশি উষ্ণতা ও তাপপ্রবাহ ভারতের সমভূমি এলাকাতেই মূলত দেখা যাবে। ১০ থেকে ২০ দিন ধরে এই তাপপ্রবাহ চলতে পারে ভারতের বিভিন্ন অংশ। সাধারণত অন্যান্য বছর এই তাপপ্রবাহ চার থেকে আট দিন চলে‌‌ । ফলে সে দিক থেকে প্রস্তুত থাকতে হবে। তাপপ্রবাহের জন্য সবচেয়ে বেশি বিপদে পড়বে গুজরাট, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তর ছত্রিশগড় ও অন্ধপ্রদেশ। তবে এপ্রিল মাসে দেশের অধিকাংশ জায়গাতে স্বাভাবিকের থেকে বেশি উষ্ণতা থাকবে বলে জানিয়েছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র। তার কথায় দক্ষিণ মধ্য ভারতে উষ্ণতা সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। 

অন্যদিকে স্বাভাবিক থেকে স্বাভাবিকের কিছুটা কম উষ্ণতা দেখা যাবে হিমালয়ের পশ্চিম পার্বত্য এলাকায়, উত্তর-পূর্ব রাজ্যগুলিতে এবং উত্তর ওড়িশায়। ‌ এই অঞ্চল গুলিতে দুই থেকে আট দিনের হিট ওয়েভ দেখা দিতে পারে। তবে সাধারণভাবে অন্যান্য বছর এক থেকে তিন দিন হিট ওয়েভ দেখা যায়। তেমনটা হলে এই বছর আপেক্ষিক ভাবে এই অঞ্চলের উষ্ণতা বাড়ছে। 

আরও পড়ুন – Science News: বিশ্ব উষ্ণায়নের জের, হারিয়ে যাচ্ছে ১৭টি পার্বত্য এলাকার প্রাণীকূল

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন