Rohit Sharma equals unwanted all time IPL records in MI vs RR match

মুম্বই: ঘরের মাঠে আইপিএল (IPL 2024) মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (MI vs RR)। সেই ম্যাচেই লজ্জার রেকর্ড গড়লেন পল্টনদের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 

বাঁ-হাতি বোলারের বিরুদ্ধে রোহিত শর্মার শুরুতে দুর্বলতা রয়েছে বলে অনেকেই মনে করেন। অতীতে শাহিন আফ্রিদি বিশ্বকাপের ম্যাচে প্রথম ওভারেই রোহিতকে আউট করেছিলেন। ফের একবার বাঁ-হাতি বোলারের বিরুদ্ধে ইনিংসের শুরুতেই আউট হলেন হিটম্যান। তাও আবার খাতার খোলার আগেই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইনিংসের প্রথম ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। বোলার, তাঁর প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ ট্রেন্ট বোল্ট। এর জেরেই এক লজ্জার রেকর্ডের মালিক হয়ে গেলেন রোহিত।

 

 

এই নিয়ে আইপিএলের মঞ্চে ১৭তম বার শূন্য রানে আউট হলেন রোহিত। মেগা টুর্নামেন্টে যুগ্মভাবে দীনেশ কার্তিকের সঙ্গে এটি সর্বকালীন রেকর্ড। এতবার আর কোনও ব্যাটার শূন্য রানে আউট হননি। রোহিত, কার্তিকের পর তালিকায় রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, পীযূষ চাওলা, মনদীপ সিংহ এবং সুনীল নারাইন। এই নিয়ে বোল্টের বিরুদ্ধে পঞ্চমবার আউট হলেন রোহিত। 

এদিন রাজস্থান রয়্যালসের সামনে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল হার্দিক-রোহিতদের। একটা সময় পরিস্থিতি এমনই দাঁড়িয়েছিল যে, দলের স্কোর একশো পেরবে কি না, তা নিয়েও তৈরি হয়েছিল ধন্দ। ২০/৪ হয়ে গিয়েছিল মুম্বই। সেখান থেকে হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা কিছুটা লড়াই করলেন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১২৫/৯ তোলে মুম্বই। সঞ্জু স্যামসনদের সামনে সহজ লক্ষ্য ছিল। ১২৬ রান তুললেই ম্য়াচ জিতে নেবে রাজস্থান রয়্যালস, পরিস্থিতি ছিল এমনই।

প্রথম ওভারেই ছন্দে থাকা যশস্বী জয়সওয়ালকে তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রোটিয়া পেসার কেনা পাফাকা। জস বাটলার, সঞ্জু স্যামসনও রান পাননি। তবে ৩৯ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে রাজস্থানকে ২৭ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্য়াচ জেতালেন রিয়ান পরাগ। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল রাজস্থান। আর মুম্বই থেকে গেল তলানিতেই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ঘরের মাঠে টসেই ক্ষোভের শিকার অধিনায়ক হার্দিক, দর্শকদের শান্ত করার প্রচেষ্টা মঞ্জরেকরের 

আরও দেখুন