Jalpaiguri Storm: মমতাকে ফোন করলেন শাহ, কেমন আছে ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি? বাংলায় লিখলেন সেকথা, বিজেপিকেও বিশেষ অনুরোধ

ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি, ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। পাঁচ জনের মৃত্যু। গুরুতর জখম হয়ে অনেকেই ভর্তি হাসপাতালে। একেবারে ভয়াবহ পরিস্থিতি। রাতেই জলপাইগুড়ির সেই দুর্গত এলাকায় গিয়ে চলে গিয়েছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী অমিত শাহ। তিনি দুর্গতদের পাশে থাকার ব্যাপারে সবরকম আশ্বাস দিয়েছেন। তার মধ্য়েই মমতাকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জলপাইগুড়ির পরিস্থিতি সম্পর্কে জানতে চান তিনি। এক্স হ্যান্ডেলে বাংলায় তিনি সেকথা লিখেছেন।

রাজনৈতিক ময়দানে একে অপরের বিরুদ্ধে তোপ দাগেন। বিনা যুদ্ধে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়েন না। তবে দুর্যোগে যখন সাধারণ মানুষের প্রাণ বিপন্ন তখন সেই রাজনৈতিক বিভেদ থাকাটা কাম্য নয়। আর সেটাই হয়েছে এদিন। রাজনৈতিক বিভেদ যতই থাক দুর্গত মানুষরা কে কেমন আছেন সেটা জিজ্ঞাসা করতে শাহ ফোন করেন বাংলার মুখ্য়মন্ত্রীকে।

 

এক্স হ্য়ান্ডেলে তিনি সেকথা লিখেছেন। অমিত শাহ লিখেছেন, ঝড়ের কারণে পশ্চিমবঙ্গে, অসম ও মণিপুরে ব্যপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্য়মন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি।

নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সঙ্কটের সময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকা ও তাদের সম্ভাব্য সবরকম সহায়তা করার জন্য আবেদন করছি। লিখেছেন অমিত শাহ।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে তাঁর উদ্বেগের কথা প্রকাশ করেছেন। দুর্গতদের পাশে থাকার জন্য তিনি বিজেপির নেতা কর্মীদের অনুরোধ করেছেন।

এদিকে রবিবার রাতেই কলকাতা থেকে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। রাতে জলপাইগুড়ি গিয়ে দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেন। জলপাইগুড়ি সেনপাড়ায় কালীতলা রোডে ও পাহাড়পুরে মৃত বাসিন্দাদের বাড়িতে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। সেখান থেকে আহতদের দেখতে তিনি চলে যান জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে যান। সেখানে গিয়ে আহতদের দেখতে যান তিনি। দুর্গতদের পরিবারের সঙ্গে কথা বলেন। ময়নাগুড়ির বার্নিশ এলাকাতেও গিয়েছিলেন তিনি। রাত আড়াইটে নাগাদ তিনি যান চালসায়। আর সোমবার তিনি আলিপুরদুয়ারে যাচ্ছেন। হেলিকপ্টারে রওনা দিয়েছেন তিনি। আলিপুরদুয়ার পুলিশ লাইনে হেলিকপ্টার থেকে নেমে তিনি সেখান থেকে আলিপুরদুয়ারের দুর্গত এলাকায় যাবেন।

কয়েক মিনিটের ঝড়। তার জেরেই লন্ডভন্ড হয়ে গিয়েছে একাধিক এলাকা। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ারের বহু এলাকা কার্যত বিধ্বস্ত হয়ে গিয়েছে ঝড়ের দাপটে। আর সেই দুর্গত মানুষদের খোঁজ নিলেন মোদী-শাহ। কথা হল মমতার সঙ্গেও।