ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের পর মামলা করলেন অভিযুক্ত শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাজু সাহার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন একই বিভাগের সাবেক এক ছাত্রী। সোমবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটির কাছে ই-মেইলে এ অভিযোগপত্র এসেছে বলে নিশ্চিত করেছেন কমিটির প্রধান  অধ্যাপক জেবউননেছা।

এর আগে, ২৩ মার্চ এক ফেসবুক পোস্টে অভিযোগকারী শিক্ষার্থী নিজ বিভাগ মার্কেটিংয়ের ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ তোলেন।

অভিযোগকারী শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে আমি ই-মেইলের মাধ্যমে অভিযোগ দিয়েছি। আমার কাছে সব তথ্য আছে। প্রয়োজনে সেগুলোও দেবো।’

এদিকে অভিযোগকারীর বিরুদ্ধে ঢাকার আদালতে ‘মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার’ করার অভিযোগে ৫০ লাখ টাকার মানহানির মামলা করেছেন অভিযুক্ত শিক্ষক সাজু সাহা। 

জানা গেছে, ছাত্রীর ফেসবুক পোস্টের পরদিন মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন সহকারী অধ্যাপক সাজু সাহা। এরপর তিনি রাজধানীর দারুস সালাম থানায় মামলা করতে যান। তবে থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়ায় তিনি আদালতে মামলাটি করেছেন।

অভিযোগের বিষয়ে সাজু সাহা বলেন, ‘যে আমার বিষয়ে অভিযোগ করেছে সে সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করে আমার মানহানি করেছে। আমি তার বিরুদ্ধে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর অভিযোগ করেছি। এর আগে থানায় সাধারণ ডায়েরিও করেছিলাম। কিন্তু সে আমার মানহানি করেই যাচ্ছে, তাই আজ আদালতে মামলা করেছি।’