IPL 2024 RCB vs LSG Preview Royal Challengers Bangalore to play against Lucknow Super Giants at Chinnaswamy Stadium

বেঙ্গালুরু: সোমবার তখন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই দলের পাশাপাশি প্র্যাক্টিস চলছে। একদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) ব্যাঙ্গালোরের ক্রিকেটারেরা। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস (LSG) শিবির। দুই দলের দুই তারকা একের পর এক লম্বা ছক্কা উড়িয়ে চলেছিলেন। একদিকে গ্লেন ম্যাক্সওয়েল। আরিসিব ব্যাটিংয়ের ভরসা। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান। আগের ম্যাচে যিনি ব্যাট হাতে বিধ্বংসী ছন্দে ছিলেন।

মঙ্গলবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই যুযুধান শিবিরের খেলা কী প্রত্যাশা করা উচিত, তার ইঙ্গিতই যেন দিয়ে গেলেন দুই দলের দুই তারকা। দুই দলের মন্ত্রই যেন, মাঠে নামো, ক্রিকেট উপভোগ করো আর ভয়ডরহীন খেলো। ফাঁকা গ্যালারিতে দেখা গেল বাড়তি কর্মী বসিয়ে রাখা হয়েছে। চেয়ার থেকে বল সংগ্রহ করে তা মাঠে ছুড়ে দেওয়ার জন্য।

তবে বিরাট কোহলি ছাড়া আরসিবি-র টপ অর্ডার ব্যাটিং ছন্দে নেই। আগের ম্যাচে ম্যাড ম্যাক্সের দুবার ক্যাচ পড়ার পরেও বড় রান পাননি। চেন্নাইয়ে ওপেনিং ম্যাচে ঝোড়ো ইনিংস খেলার পরের দুই ম্যাচে রান পাননি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দুরন্ত পারফর্ম করে এলেও, এবার আরসিবি-র হয়ে তিন নম্বরে এখনও নজর কাড়তে পারছেন না ক্যামেরন গ্রিন।

উদ্বেগ রয়েছে রজত পাতিদারের ফর্ম নিয়েও। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। তারপর থেকে তাঁর ব্যাটে রানের খরা। আরসিবির চার বিদেশিকে নিয়ে ধন্দ রয়েছে। প্রথম তিন ম্যাচে পেসার আলজারি জোসেফ ওভার প্রতি ১২ রান করে খরচ করছেন। পেয়েছেন একটামাত্র উইকেট। আকাশ দীপ, লকি ফার্গুসন বা রিস টপলির মধ্যে কোনও একজনকে খেলানোর সম্ভাবনা বাড়ছে।

লখনউ সুপার জায়ান্টসের সবচেয়ে বড় কাঁটা কে এল রাহুলের ফিটনেস। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি খেলেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। দলকে নেতৃত্ব দিয়েছিলেন পুরান। সোমবার প্র্যাক্টিসেও পুরোদমে নেট করেননি। কিছুক্ষণ নকিং করে বিভিন্ন ধরনের ফিটনেস ড্রিল করতে দেখা যায় তাঁকে। আরসিবি-র বিরুদ্ধেও শুধু ব্যাটার হিসাবে খেলতে পারেন রাহুল। অর্থাৎ, আরসিবি প্রথমে ব্যাট করলে রাহুল ব্যাটিং করবেন। ফিল্ডিংয়ের সময় তাঁর পরিবর্তে নামানো হবে বোলারকে।

সোমবার প্র্যাক্টিসে দেখা গেল লখনউয়ের বোলিং কোচ মর্নি মর্কেল দীর্ঘ সময় কাটালেন দলের নতুন পেস চমক ময়ঙ্ক যাদবের সঙ্গে। পুরান ছাড়াও ক্রুণাল পাণ্ড্য, দীপক হুডা, আয়ু, বাদোনিরা শুধু বল উড়িয়ে গেলেন।

মঙ্গলবার কী হবে?

আরও পড়ুন: নিরামিষ খেয়েও বলের ভয় ধরানো গতি! আইপিএলে সাড়া ফেলে দিয়েছেন শ্রীকৃষ্ণের ভক্ত এই পেসার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন