বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার লিড পাঁচশ ছাড়িয়েছে

৩৯তম ওভারের তৃতীয় বলে প্রবাথ জয়াসুরিয়া সিঙ্গেল নিলেন। তাতে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের লিড পাঁচশ ছাড়ালো। ৩৯ ওভার শেষে তাদের স্কোর ৭ উইকেটে ১৫০ রান।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫৩১ রান করার পর বাংলাদেশকে ১৭৮ রানে গুটিয়ে দিয়েছিল। ৩৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে শ্রীলঙ্কা।

সাকিবের বলে ক্লিন বোল্ড ম্যাথুজ

সাকিব আল হাসানের বলেই ফিফটি করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। বাঁহাতি স্পিনারের কাছেই আউট হলেন লঙ্কান ব্যাটার। ৩৬তম ওভারের দ্বিতীয় বলে ক্লিন বোল্ড তিনি। ৭৪ বলে ৫ চারে ৫৬ রান করেন ম্যাথুজ। প্রবাথ জয়াসুরিয়ার সঙ্গে তার জুটি ৪৩ রানের বেশি হয়নি। ১৩২ রানে ৭ উইকেট হারালো শ্রীলঙ্কা। লিড ৪৮৫ রানের।

ম্যাথুজের হাফ সেঞ্চুরি

৩১তম ওভারে সাকিব আল হাসানের বলে সিঙ্গেল নিয়ে ৪১তম ফিফটি উদযাপন করলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। প্রবাথ জয়াসুরিয়ার সঙ্গে জুটি লম্বা করছেন তিনি। তাতে বাংলাদেশকে পাঁচশ রানে পেছনে ফেলার পথে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কাকে অলআউট করার লক্ষ্যে মাঠে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে অলআউট করতে চার উইকেট দরকার বাংলাদেশের। এই লক্ষ্যে বোলিং শুরু করেছেন বোলাররা। খালেদ আহমেদ দিনের প্রথম ওভার করেছেন। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও প্রবাথ জয়াসুরিয়া ক্রিজে আছেন। 

দ্বিতীয় ইনিংসে ধস নামলেও শক্ত অবস্থানে শ্রীলঙ্কা

বাংলাদেশকে ফলো অন না করিয়ে আরও রান যোগ করার আশায় খেলতে গিয়ে ধস নেমেছে শ্রীলঙ্কার ইনিংসে। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ফেলেছে। তৃতীয় দিন শেষে তার পরেও দ্বিতীয় টেস্টে শক্ত অবস্থানে লঙ্কান দল। স্বাগতিকদের তারা বড় লক্ষ্য দিতে যাচ্ছে। শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ১০২ রান। তাদের লিড ৪৫৫ রানের। ক্রিজে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ৩৯* ও প্রবাথ জয়াসুরিয়া ৩*।

দ্বিতীয় ইনিংসে মূল হান্তরক ছিলেন পেসার হাসান মাহমুদ। ৫১ রানে ৪ উইকেট নিয়েছেন। দুটি নিয়েছেন খালেদ আহমেদ।

তাছাড়া দিনটিও ছিল বোলারদের। পুরো দিনে উইকেটে পড়েছে ১৫টি। গতকাল ১ উইকেট হারানো বাংলাদেশ আজ প্রথম ইনিংসে ১৭৮ রানে গুটিয়ে গেছে!